মুঠোফোনের নেশা ছাড়াতে এলো ‘নো-ফোন’!
তথ্যপ্রযুক্তির এই জমানায় অনেকেই আছেন, যাঁদের জীবনযাপনের প্রতিটি মুহূর্তে মুঠোফোন নামক যন্ত্রটি না হলে চলেই না। এই স্মার্টফোন আসক্তির কারণে যাঁদের ব্যক্তিগত ও সামাজিক জীবন ক্ষতির সম্মুখীন, তাঁদের এই নেশা কাটাতে এসেছে নতুন মোবাইল ফোন ‘নো-ফোন’। আর বিশ্বের বিভিন্ন দেশে এই ফোন বিক্রিও হচ্ছে দেদার।
তবে নো-ফোন নির্মাতা কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ভ্যান গুড এটিকে মুঠোফোন বলতে নারাজ। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি স্মার্টফোন আসক্তদের জন্য একটি ওষুধ। কারণ, এতে মুঠোফোন বলতে যা বোঝায়, তার কোনো ফিচারই নেই। এটি মূলত প্লাস্টিকের একটি টুকরো, যা গ্রাহকের মনোজগৎ থেকে স্মার্টফোনের অভাব দূর করতে তৈরি করা হয়েছে। অন্যান্য ফোনের মতো ক্যামেরা, গান শোনার সুযোগ, এমনকি কল করার সুবিধাও নেই এই মুঠোফোনে।’
ভ্যান গুড জানান, ৫, ১০ ও ১৫ ডলারে এ প্লাস্টিক পিণ্ডটির তিনটি সংস্করণ বাজারে রয়েছে। আর এখন পর্যন্ত চার হাজার ইউনিটের বেশি এই প্লাস্টিকের মুঠোফোনটিই বিক্রি হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের বাজারে ১৫ ডলারের নো-ফোন সেলফির স্ক্রিনের স্থানে রয়েছে কালো কাচ এবং ভুয়া বাটন ও পোর্ট। তিনটি সংস্করণই কোনো কাজ করবে না বলে গ্যারান্টি দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।