ছয় ইঞ্চি স্ক্রিন এবং ৪০০০ এমএইচ ব্যাটারি নিয়ে গ্যালাক্সি এ৯
খুব অল্প সময়ে স্যামসাংয়ের ‘এ সিরিজ’ বাজারে বেশ জনপ্রিয় হয়েছে। এবার এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় মডেলটি বাজারে আনছে কোরিয়ান টেক জায়ান্ট। গ্যালাক্সি এ৯ নামের সেটটি প্রথমে শুধু চীনের বাজারে ছাড়া হবে। তবে পরে বিশ্ববাজারে ছাড়া হবে এটি। সেটটি আলোচনায় এসেছে এর স্পেসিফিকেশনের জন্য। ছয় ইঞ্চি স্ক্রিন, ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে সেটটি মন জয় করে নিতে পারে অনেকের।
ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাস থেকে চীনে সেটটির বিক্রি শুরু হবে। তবে দাম সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি।
সেটে অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে সুপার অ্যামোলেড প্যানেলের সঙ্গে ফুল এইচডি (১০৮০ x ১৯২০পিক্সেল) রেজুলেশন এবং এটি চলবে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ (ললিপপ) অপারেটিং সিস্টেমে। স্মার্টফোনটিতে শক্তি জোগাবে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৫২ চিপসেটের (ফোর ১ দশমিক ৫ গিগাহার্টজ কোরস + ফোর ১ দশমিক ২ গিগাহার্টজ কোরস) সঙ্গে ৩ জিবি র্যাম।
এতে থাকবে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
গ্যালাক্সি এ৯ সেটটিতে থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এফ/১ দশমিক ৯ অ্যাপারচার, অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও এলইডি ফ্ল্যাশ এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে এফ/১ দশমিক ৯ অ্যাপারচার। তাই মোবাইল ফটোগ্রাফির জন্য সেটটি হতে পারে বেশ ভালো।
কানেক্টিভিটির মধ্যে এই স্মার্টফোনে আছে ২জি, ৩জি, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪ দশমিক ১, এনএফসি এবং মাইক্রোইউএসবি ২ দশমিক শূন্য। বিশাল আয়ুর ব্যাটারিকে চার্জ দ্বারা ভরপুর রাখতে গ্যালাক্সি এ৯ সেটটিতে ব্যবহার করা হয়েছে ফাস্ট-চার্জিং টেকনোলোজি।
এ ছাড়া স্যামসাং গ্যালাক্সি এ৯ সেটে আরো রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটি কোম্পানির স্যামসাং পে প্রযুক্তি সাপোর্ট করে।