আইফেল টাওয়ারকে স্বাগত জানাল স্ট্যাচু অব লিবার্টি ও তাজমহল!
১২৬ বছরের পুরোনো স্থাপনা আইফেল টাওয়ার। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এই স্থাপনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে গত ২১ ডিসেম্বর।
মজার ব্যাপার হচ্ছে, নতুন টুইটার অ্যাকাউন্ট খোলার পর বিশ্বখ্যাত অন্যান্য স্থাপনার পক্ষ থেকে টুইটারে আইফেল টাওয়ারকে স্বাগত জানানো হচ্ছে। সে তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি ও ভারতের তাজমহল।
বার্তা সংস্থা আইএএনএস-এর খবরে বলা হয়েছে, গত সপ্তাহে আইফেল টাওয়ারের নামে টুইটারে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। @LaTourEiffel নামের এই টুইটার অ্যাকাউন্ট খোলার পর আইফেল টাওয়ারকে টুইট করে শুভেচ্ছা জানায় যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।
টুইটারে অ্যাকাউন্ট খোলার পর আইফেল টাওয়ারের প্রথম টুইটটি ছিল, ‘প্যারিসিয়ান সিন্স ১৮৮৯, নাউ আই অ্যাম স্পার্কলিং।’
স্ট্যাচু অব লিবার্টির টুইটার অ্যাকাউন্ট থেকে আইফেল টাওয়ারকে টুইট করে স্বাগত জানানো হয়, ‘ওয়েলকাম টু টুইটার, মাই সিস্টার।’
মোগল আমলের নিদর্শন ভারতের তাজমহলের টুইটার অ্যাকাউন্ট থেকেও আইফেল টাওয়ারকে টুইটারে স্বাগত জানিয়ে লেখা হয়, ‘ওয়েলকাম, আইফেল টাওয়ার।’
আইফেল টাওয়ারের বিভিন্ন খবর সারা বিশ্বের ভ্রমণপিপাসু মানুষকে জানাতে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ টুইটার অ্যাকাউন্টটি চালু করেছে। গত এক সপ্তাহে টুইটারে আইফেল টাওয়ারের ১৮ হাজার ৩০০ জন ফলোয়ার হয়েছে।
বিশ্বখ্যাত এই স্থাপনাটির নির্মাতা ফ্রেঞ্চ স্থপতি গুস্তাভ আইফেলের নামে ‘আইফেল টাওয়ার’-এর নাম রাখা হয়। ফেসবুকেও রয়েছে আইফেল টাওয়ারের অফিশিয়াল একটি পেজ, যেখানে রয়েছে ১৭ লাখ ফলোয়ার।
প্রতিবছর প্রায় ৭০ লাখ পর্যটক আইফেল টাওয়ার পরিদর্শন করেন। এক হাজার ৬৯ ফুট লম্বা আইফেল টাওয়ারের উচ্চতা ৮১ তলা একটি দালানের সমান।