শাওমি মি৫-এর তথ্য ফাঁস
চীনা প্রতিষ্ঠান শাওমির নতুন কোন স্মার্টফোন বাজারে আসার আগে থেকেই এখন ব্যবহারকারীদের আগ্রহের শীর্ষে থাকে। কম দামে ভালো মানের স্মার্টফোন বাজারে ছাড়ায় এখন ব্যবহারকারীদের বাড়তি আগ্রহ শাওমির স্মার্টফোন নিয়ে। এবার শাওমির ফ্ল্যাগশিপ মি৫-এর তথ্য ফাঁস হয়েছে ইন্টারনেটে।
তবে ফাঁস হওয়া ছবি বা তথ্যের ব্যাপারে শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য জানানো হয়নি। ইন্টারনেটে ফাঁস হওয়া ছবি এবং তথ্যে বলা হচ্ছে কালো, সোনালি, গোলাপি এবং সাদা-এই চারটি রঙে ছাড়া হতে পারে মি৫ ফ্ল্যাগশিপ। এতে থাকতে পারে ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে এবং থ্রিডি গ্লাস দিয়ে ঢাকা ব্যাক প্যানেল।
চীনা ওয়েবসাইট উইবোতে একজন ব্যবহারকারী মি৫-এর এসব তথ্য ফাঁস করা হয়েছে। চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো পরিচিত চীনা টুইটার নামে।
ফাঁস করা তথ্যে আরো বলা হয়েছে, মি৫ ফ্ল্যাগশিপে থাকবে ৫ দশমিক ২ ইঞ্চির ফুল এইচডি অথবা কিউএইচডি ডিসপ্লে। এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি। সঙ্গে থাকছে ৩-৪ জিবি র্যাম ও ৩২/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি আলাদা ভার্সন।
মি৫ ফ্ল্যাগশিপে রিয়ার ক্যামেরা থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা হতে পারে ১৩ মেগাপিক্সেলের। এতে ব্যাটারি থাকতে পারে ৩৬০০ এমএএইচ এর। দ্রুত চার্জিংয়ের জন্য থাকছে ৩.০ কুইক চার্জ প্রযুক্তি। এটি চলবে এমআইইউআই ৭ ভিত্তিক অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে।
৩ জিবি র্যাম ৩২ জিবি মেমোরির ফ্ল্যাগশিপের দাম হতে পারে এক হাজার ৯৯৯ ইয়েন। বাংলাদেশি টাকায় যা ২৪ হাজার টাকার মতো। আর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হতে পারে দুই হাজার ২৯৯ ইয়েন, বাংলাদেশি টাকায় যা ২৮ হাজার টাকার মতো।
এ বছরের এপ্রিলে বাজারে ছাড়া হতে পারে মি৫।