ভূমিকম্পের পর ফেসবুকে ‘সেফটি চেক’ চালু
ভারতের মনিপুরে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর নিরাপদে থাকা ফেসবুক ব্যবহারকারীদের জন্য সেফটি চেক অপশন চালু করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক।
ফেসবুকের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানিয়েছেন।
জাকারবার্গ তাঁর পোস্টে লিখেছেন, ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ওই এলাকায় যাঁরা নিরাপদে রয়েছেন, তাঁদের জন্য আমরা সেফটি চেক অপশন চালু করেছি যাতে বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনরা আপনাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেন।’
জাকারবার্গ আরো লিখেছেন, ভূমিকম্পটি বাংলাদেশ, মিয়ানমার ও নেপালেও অনুভূত হয়েছে। আক্রান্ত অঞ্চলগুলো থেকে সেফটি চেক দেওয়া যাবে।
ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন সংস্করণে বলা হয়েছে, ভোর ৪টা ৩৫ মিনিটে ভারতের মনিপুর অঙ্গরাজ্যে ৬ দশমিক ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মনিপুরের তামেংলং। প্রাথমিকভাবে এক কিশোরী নিহতসহ ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সেফটি চেক চালু করার জন্য এই লিংকে ক্লিক করুন