ফেসবুকে ধরা পড়ে টাকা ফেরত দিল চোর
ফেসবুকের মাধ্যমে আজকাল কত কিছুই না করা যায়! ফেসবুকের এই কার্যব্যাপ্তিতে এবার নতুন এক মাত্রা যোগ করলেন নেদারল্যান্ডসের এক নারী। ফেসবুক ব্যবহার করে তিনি রীতিমতো খুঁজে বের করলেন তার চুরি হয়ে যাওয়া পার্স, তাও পার্সের ভেতর থাকা সব জিনিসপত্রসহ! ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের লিউথ নামক একটি গ্রামের বাসিন্দা হেটি আরমার্স। কিছুদিন আগে বিক টাউনের একটি মার্কেটে ক্রিসমাসের জন্য কেনাকাটা করার সময় ৩৫০ ইউরোসহ তাঁর পার্সটি চুরি হয়ে যায়। তবে পুরো ঘটনাটি মার্কেটের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
এরপর পুলিশ স্টেশনে গিয়ে তাঁর হারানো ব্যাগের জন্য মামলা করেন আরমার্স। কিন্তু এতটুকুতে ক্ষান্ত হননি তিনি। চোরকে ধরার জন্য তিনি ফেসবুক ব্যবহার করে চারদিকে প্রচারণা চালাতে থাকেন, কারণ সিসিটিভি ফুটেজে খুব স্পষ্টভাবে চোরের চেহারা বোঝা যাচ্ছিল।
প্রথমদিকে, আরমার্স চোরটিকে বলেন টাকা ছাড়াই পার্সটি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ টাকা ছাড়াও তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল ব্যাগে।
তবে এই আহ্বানের পরও চোর কোনো রকম জবাব দেয়নি আরমার্সকে। আরমার্স তখন পুনরায় চোরের আরেকটি ছবি ফেসবুকে ছড়িয়ে দেন, যেখানে চোরের চেহারা আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল।
বিষয়টি নিয়ে চারদিকে শোরগোল পড়ে গেলে চোরের পরিবার চোরকে চাপ দেয় পার্সটি তার মালিকের কাছে ফিরিয়ে দিতে, তাও টাকাসহ। নিরুপায় চোর তখন প্রতি মাসে ১০ ইউরোর কিস্তিতে টাকা ফেরতের আশ্বাস দেয়।
চোরের এই ধরনের মহৎ সুবুদ্ধি উদয়ে অভিভূত সবাই। আরমার্স এডি নিউজপেপারকে বলেন, ‘চোরটির কাজকর্ম কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে সে দ্বিতীয় সুযোগ পেতেই পারে।’