এলজির নতুন স্মার্টফোন চলবে ৫.১ ললিপপে
প্রযুক্তিপণ্য নির্মাতা কোরিয়ান প্রতিষ্ঠান এলজি নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন সিরিজ ‘কে’। এ সিরিজের প্রথম দুটি স্মার্টফোন কে১০ ও কে৭ উন্মুক্ত করা হয়েছে এবারের কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০১৬-তে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শেষ হয়েছে সিইএস।
এলজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘এল’ সিরিজের পরিবর্তে ‘কে’ সিরিজ বাজারে এনেছে তারা। এলজি কে১০ স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেমে। রয়েছে ৭২০ x ১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৩ ইঞ্চির পর্দা। এ খবর জানিয়েছে সংবাদভিত্তিক ভারতীয় চ্যানেল এনডিটিভি।
কে১০ স্মার্টফোনে রয়েছে থ্রিজি ও ফোরজি এলটিই কানেক্টিভিটির দুটি সংস্করণ। থ্রিজি কানেক্টিভিটির হ্যান্ডসেটে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজের প্রসেসর, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি রয়েছে ২৩০০ এমএএইচ এর।
ফোরজি কানেক্টিভিটির এলজি কে১০ স্মার্টফোনটি ছাড়া হতে পারে দুটি সংস্করণে। একটিতে থাকতে পারে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর অথবা ১ দশমিক ১৪ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আলাদা আলাদা সংস্করণের এসব স্মার্টফোন বাজারে ছাড়া হবে।
১ জিবি, ১ দশমিক ৫ জিবি ও ২ জিবি র্যামের তিনটি আলাদা সংস্করণ ছাড়া হতে পারে কে১০ স্মার্টফোনের জন্য। এতে ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে ৮ ও ১৬ জিবির। ২৩০০ এমএএইচের ব্যাটারিসমৃদ্ধ এই স্মার্টফোন সাদা, নীল ও সোনালি—এই তিন রঙে বাজারে ছাড়া হতে পারে।
কে সিরিজের আরেকটি হ্যান্ডসেট কে৭ চলবে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেমে। থ্রিজি ও ফোরজি কানেক্টিভিটির দুটি আলাদা সংস্করণ ছাড়া হবে এই স্মার্টফোনের। থ্রিজি কানেক্টিভিটির সেটে থাকবে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর এবং ফোরজি এলটিই কানেক্টিভিটির স্মার্টফোনে থাকবে ১ দশমিক ১ গিগাহার্টজের প্রসেসর।
কে৭ স্মার্টফোনে রয়েছে ৮৫৪ x ৪৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে। রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের আর ফ্রন্ট ক্যামেরা থাকবে ৫ মেগাপিক্সেলের।
১ জিবি ও ১ দশমিক ৫ জিবির দুটি আলাদা সংস্করণের র্যাম থাকবে। ইন্টারনাল স্টোরেজেও থাকবে ৮ জিবি ও ১৬ জিবির দুটি আলাদা সংস্করণ। ব্যাটারি থাকবে ২১২৫ এমএএইচের। সাদা, কালো ও সোনালি—এই তিন রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।