আপনার অনেক তথ্যই আছে ফেসবুকের কাছে
প্রত্যেক ব্যবহারকারীর ব্যক্তিগত বিভিন্ন তথ্য জমা থাকে ফেসবুকের ভাণ্ডারে। এসব তথ্য অনেকেই দেখতে পারেন। আবার নিরাপত্তার কথা ভেবে ব্যবহারকারীরা কিছু কিছু তথ্য দিলেও তা অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখেন।
তবে এসব তথ্য ফেসবুকের কাছে থেকেই যায় আর এসব তথ্য তারা বিক্রি করে বিজ্ঞাপনদাতাদের কাছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দি ইনডিপেনডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের তথ্য ফেসবুক সংগ্রহ করে দুভাবে। প্রথমত ব্যবহারকারীরা অ্যাকাউন্ট খোলার সময় যেসব তথ্য দেন, যেমন বয়স, এলাকা, লেখাপড়া ইত্যাদি। দ্বিতীয়ত ব্যবহারকারীরা ফেসবুকে কী করেন, কী খোঁজেন তার ওপর ভিত্তি করে তথ্য জোগাড় করা হয়। বিভিন্ন পেজ ও ভিডিওতে ব্যবহারকারীদের দেওয়া লাইক বিশ্লেষণ করে এসব তথ্য বের করা হয়।
কোনো ব্যবহারকারী যদি ফেসবুক ডিঅ্যাকটিভেট করে দেন তাহলেও এসব তথ্য থেকে যায় ফেসবুকের কাছে। আর এসব তথ্য দিয়ে তারা বিজ্ঞাপনদাতাদের তাদের কাঙ্ক্ষিত শ্রেণীর ভোক্তাদের কাছে পৌঁছাতে সাহায্য করে।
ফেসবুকের একটি টুল রয়েছে ‘অ্যাড প্রেফারেন্স’ নামে। এর মাধ্যমে আপনি আপনার সম্পর্কে যেসব তথ্য দিয়েছেন তা দেখা যাবে। তবে ফেসবুক আপনার ব্যাপারে যেসব বাড়তি তথ্য সংগ্রহ করেছে তার পুরোটা দেখানো হবে না।
টাইমলাইনে ব্যবহারকারীরা কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে সেটা বন্ধ করে দিতে পারেন। আর বিজ্ঞাপন বন্ধ করার সময় একটি অপশন থাকে ‘হোয়াই আই অ্যাম সিয়িং দিস?’ সেখান থেকে ‘ম্যানেজ ইওর অ্যাড প্রেফারেন্স’ অপশনে ক্লিক করলেই ‘অ্যাড প্রেফারেন্স’ টুলটি ব্যবহার করতে পারবেন।
সেখানে আপনি নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। যেমন আপনি কতদিন ধরে প্রেম করছেন বা কতদিন ধরে বিবাহিত, আপনার কাছের বন্ধুবান্ধব কারা, আপনার রাজনৈতিক আদর্শ এসব তথ্য, যা আপনি নিজেই দিয়েছেন।
তবে ফেসবুক যে এসব তথ্য গোপনে সংগ্রহ করছে বা গোপনে বিজ্ঞাপন দাতাদের কাছে দিচ্ছে তা নয়। ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের আরো নির্দিষ্টভাবে নিজেদের পছন্দ জানাতে বলে, যাতে তাদের পছন্দ বা আগ্রহ অনুযায়ী সংশ্লিষ্ট বিজ্ঞাপন ব্যবহারকারীদের দেয়ালে দেখা যায়।