স্কাইপ চালু করছে গ্রুপ ভিডিও কল
বিনামূল্যে ভিডিও কলের জন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন স্কাইপ নিয়ে নতুনভাবে ভাবছে মাইক্রোসফট। আইওএস, অ্যানড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি স্কাইপ অ্যাপ্লিকেশনে এবার যোগ হবে গ্রুপ ভিডিও কলিংয়ের সুবিধা।
গতকাল মঙ্গলবার স্কাইপব্লগ-এ এক ব্লগপোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কথা জানানো হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়্সোইট ম্যাশেবল এবং দ্য ভার্জ।
স্কাইপের ১০ বছর পূর্তি উপলক্ষে ব্যবহারকারীদের জন্য এই সুসংবাদ নিয়ে এলো প্রতিষ্ঠানটি। ছয় বছর ধরে মোবাইলে ব্যবহার করা হচ্ছে বিনামূল্যে ভিডিও কলিংয়ের এই অ্যাপটি।
আর এই সুবিধা চালু হলে ডেস্কটপে একসঙ্গে ২৫ জনের সঙ্গে বিনামূল্যে গ্রুপ ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। মোবাইল ব্যবহারকারীরা একসঙ্গে ১০ জনের সঙ্গে ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
অবশ্য এর আগেও সীমিতভাবে গ্রুপ কলিংয়ের সুবিধা চালু করেছিল স্কাইপ। তবে সেটা শুধুমাত্র ‘স্কাইপ ফর বিজনেস’ অ্যাপের মাধ্যমে এবং তাতে ভিডিও নয় শুধুমাত্র অডিও কলের সুবিধা ছিল।
তবে ঠিক কবে থেকে এই সুবিধা চালু হবে সেটা নির্দিষ্ট করে জানায়নি মাইক্রোসফট। গ্রুপ ভিডিও কলিংয়ের এই সুবিধা ব্যবহারকারীদের জন্য যে আশীর্বাদ তা বলাই বাহুল্য। এর মাধ্যমে যোগাযোগের নতুন এক মাত্রা যোগ হবে বলেই আশা করছেন প্রযুক্তিবিদরা।
গ্রুপ ভিডিও কলিংয়ের এই সুবিধা চালু হলে অন্যান্য ম্যাসেজিং বা ভিডিও কলিং অ্যাপ যেমন স্ন্যাপচ্যাট, ফেসবুক ম্যাসেঞ্জারের চেয়ে অনেক এগিয়ে যাবে স্কাইপ।
অবশ্য স্কাইপ এই সুবিধা চালুর আগেও মোবাইলে বিনামূল্যে ভিডিও কলিং সুবিধা চালু ছিল। গুগলের ‘হ্যাংআউটস’ অ্যাপের মাধ্যমে গ্রুপ ভিডিও চ্যাটিংয়ের সুবিধা চালু করা হয়েছিল।