৪ ফেব্রুয়ারি ‘বন্ধু দিবস’ পালনের আহ্বান জাকারবার্গের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় ৪ ফেব্রুয়ারি। এ বছর পালিত হবে ফেসবুকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই দিনটিকে ‘বন্ধু দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
বিশ্বজুড়ে বর্তমানে ফেসবুকে রয়েছে প্রায় দেড়শো কোটি (১.৫ বিলিয়ন) ব্যবহারকারী। ২০০৪ সালের জানুয়ারিতে ফেসবুকের জন্য প্রথম কোড লিখেছিলেন জাকারবার্গ। আজ এক যুগ পর পৃথিবীর মানুষকে প্রতিনিয়ত যোগাযোগের সুযোগ করে দিচ্ছে ফেসবুক।
মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে জাকারবার্গ লেখেন, ‘৪ ফেব্রুয়ারি আমি আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে ফ্রেন্ডস ডে পালন করবেন। এটা এমন এক মুহূর্ত যেখানে আমরা আমাদের জীবন বদলে দেওয়া বন্ধুত্বকে উদযাপন করব।’
সঙ্গে জাকারবার্গ আরো যোগ করেছেন, ‘আপনার যদি বন্ধুত্ব নিয়ে কোনো গল্প থাকে, তাহলে সেটা আমি শুনতে চাই। দয়া করে শেয়ার করুন এবং আমি যতগুলো পারি পড়ব।’
৩১ বছর বয়সী ফেসবুকের এই প্রধান নির্বাহী বন্ধুত্ব নিয়ে লিখেছেন, ‘মাঝে মাঝে বন্ধুত্বের মধ্য দিয়ে আমাদের ভালোবাসা ছড়িয়ে দিই। মাঝে মাঝে বন্ধুত্ব একটা শক্তির মতো কাজ করে যা আমাদের জীবনের বিভিন্ন বাঁকে সঙ্গ দেয়। মাঝে মাঝে বন্ধুত্ব আমাদের পৃথিবীর পথে সামনে এগোতে উৎসাহ দেয়।’
নতুন বছরে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন জাকারবার্গ। এই বছর জাকারবার্গ বেশি জোর দিতে চাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির ওপর। এ কথা তিনি জানিয়েছেন ফেসবুক পোস্টে। মানুষের কাজকে কিভাবে আরও সহজ করা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি দিয়ে সেটাই ভাবছেন তিনি। বলেছেন ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করার আগ্রহ আছে তাঁর।