চীনের বাজারে লেনোভো লেমন ৩
কয়েকদিন আগেই লেনোভো বাজারে ছেড়েছে ‘এ৭০০০ টার্বো’ স্মার্টফোনটি। এবার তারা আনল ‘লেমন ৩’ নামের আরেকটি স্মার্টফোন। তবে লেনোভোর অন্যান্য স্মার্টফোনের মতো প্রাথমিকভাবে এটিও কেবল চীনেই ছাড়া হয়েছে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
লেনোভো লেমন ৩ স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই সুবিধা। ফোরজি কানেক্টিভিটির হ্যান্ডসেটটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৫ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল) রেজ্যুলেশনের আইপিএস ডিসপ্লে। সেটটির স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ৪৪১ পিপিআই।
রয়েছে ১.৫ গিগাহার্জের অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ প্রসেসর। ২ জিবি র্যাম এবং আদ্রেনো ৪০৫ জিপিইউ। কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, ব্লুটুথ, ওয়াই-ফাই, ইউএসবি ২.০ এবং জিপিএস।
হ্যান্ডসেটটিতে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ১৬ জিবির। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়তি মেমোরি যোগ করা যাবে। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ২৭৫০ এমএএইচ।
সোনালি ও রুপালি দুটি রঙে ছাড়া হয়েছে লেনোভো লেমন ৩। তবে এর দাম সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।