ফেসবুকের জাকারবার্গের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে প্রতিবেশীর জায়গা দখলের অভিযোগ উঠেছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়ে প্রতিকার চেয়েছেন তাঁর এক প্রতিবেশী।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জাকারবার্গের এক কোটি ডলার (৭৮ কোটি টাকা) মূল্যের বাড়ির বাইরে প্রতিবেশীর জায়গা দখল করে অবৈধভাবে যানবাহন রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিবেশীর ভাষ্যমতে, জাকারবার্গের নিরাপত্তা দলের রুপালি রঙের এসইউভি মডেলের দুটি গাড়ি অবৈধভাবে পার্ক করে রাখা হয়।
সান ফ্রান্সিসকো মিউনিসিপ্যাল ট্রান্সপোর্টেশন এজেন্সির কাছে করা অভিযোগে আরো বলা হয়েছে, জাকারবার্গের বাড়ির নির্মাণকাজও প্রতিবেশীদের বিরক্ত করছে।
অভিযোগ দায়ের করেছেন স্থানীয় রেসিডেন্সিয়াল সিকিউরিটি ম্যানেজার ও জাকারবার্গের প্রতিবেশী টিম ওয়েনজেল।
ওয়েনজেল বলেন, ‘আমি মনে করি দীর্ঘদিন ধরে চলা বাড়ির নির্মাণকাজ, শব্দ, গোলযোগ এবং রাস্তা দখল করে রাখার বিষয়ে আমরা যথেষ্ঠ ধৈর্য ও ভদ্রতার পরিচয় দিয়েছি। এখন সব নাটক শেষ করার সময় এসেছে। গুরুত্বপূর্ণ পার্কিং স্পটে পাকাপাকিভাবে দুটি এসইউভি গাড়ি রেখে জায়গা দখল করার ঘটনা ঘটছে। পুরোপুরি অবৈধভাবে জাকারবার্গ এই জায়গা দখল করে রেখেছেন।’
সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, বিরাট এই চিঠির শেষে নিজের ইমেইল ঠিকানা ও ফেসবুক ঠিকানা যুক্ত করেছেন টিম ওয়েনজেল। চিঠিতে তিনি বলেন, জাকারবার্গের প্রতিবেশী হিসেবে বাস করা সত্যিই খুব কঠিন হয়ে পড়েছে।
তবে জাকারবার্গের পরিবারের এক সদস্য বাজফিডের কাছে দাবি করেছেন যে, গাড়ি দুটি বৈধভাবেই পার্ক করে রাখা ছিল। তিনি বলেন, ‘স্থানীয় পার্কিং আইন মেনেই জাকারবার্গের নিরাপত্তা দলের গাড়ি দুটি পার্ক করা ছিল। নিরাপত্তা দলটি প্রতিবেশীদের বিষয়ে সচেতন এবং তাদের সমস্যার জন্য দুঃখপ্রকাশ করেছে।’
তবে চিঠির লেখক দাবি করেছেন যে তিনি নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে কথা বলেই অবৈধ পার্কিংয়ের বিষয়টি নিশ্চিত হয়েছেন। লেখক বলেন, জাকারবার্গের নিরাপত্তা দলের সদস্যরা চাইলেই তাঁর বাড়ির ভেতরে নিজেদের গাড়িগুলো রাখতে পারতেন। কিন্তু তা না করায় আজ এই বিতর্ক সৃষ্টি হয়েছে।