আসুসের স্মার্টফোনে দীর্ঘস্থায়ী ব্যাটারি
স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের স্মার্টফোন নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তেমনই একটি ফোন নিয়ে এসেছে তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস। নতুন এই স্মার্টফোনের নাম ‘আসুস জেনফোন ম্যাক্স’। ভারতের বাজারে সেটটি ছাড়া হয়েছে বলে জানিয়েছে সংবাদভিত্তিক ভারতীয় চ্যানেল এনডিটিভি।
জেনফোন ম্যাক্সে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। শুধুমাত্র স্মার্টফোনের ব্যাটারি হিসেবেই নয়, অন্যান্য স্মার্টফোনের পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে এটি।
আসুসের জেনফোন ম্যাক্স স্মার্টফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি (৭২০x১২৮০ পিক্সেলস) আইপিএস ডিসপ্লে। এটি চলবে জেনইউআই ২.০ ভিত্তিক অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমে। এতে ২ জিবি র্যামের সঙ্গে রয়েছে ১ গিগাহার্জের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর।
স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ।
আসুস জেনফোন ম্যাক্স হ্যান্ডসেটে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কানেকটিভিটির জন্য রয়েছে থ্রিজি, জিপিআরএস/এজ, জিপিএস, গ্লোনাস, ব্লুটুথ এবং ওয়াই-ফাই।
ভারতে আসুস জেনফোন ম্যাক্সের দাম রাখা হয়েছে নয় হাজার ৯৯৯ রুপি।
আসুসের নতুন এই স্মার্টফোনটি ছাড়াও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের বেশ কিছু স্মার্টফোন রয়েছে বাজারে। কম দামে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের সেট আনার প্রচলন শুরু করেছিল স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান জিওনি।
দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ দেওয়া স্মার্টফোনের মধ্যে রয়েছে জিওনি ‘ম্যারাথন এম৪’, যাতে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। জিওনির আরেকটি স্মার্টফোন ‘ম্যারাথন এম৫’ এও রয়েছে দুটি ৩০১০ এমএএইচের ব্যাটারি। সব মিলিয়ে এম৫-এর ব্যাটারি ব্যাকআপ ৬০২০ এমএএইচের।
স্মার্টফোন নির্মাতা আরেক চীনা প্রতিষ্ঠান লেনোভোর রয়েছে ‘ভাইব পি১’। এই স্মার্টফোনটিতে রয়েছে ৪৯০০ এমএএইচের ব্যাটারি।