টুইটারের নতুন অফিস হংকংয়ে
হংকংয়ে নতুন অফিস চালু করেছে টুইটার কর্তৃপক্ষ। বৃহত্তর চীনা অঞ্চলে এটাই টুইটারের প্রথম অফিস। যদিও চীনে টুইটার বন্ধ করে রাখা হয়েছে।
টুইটারের হংকং অফিসের দায়িত্ব পেয়েছেন পিটার গ্রিনবার্গার। চীন ও এর প্রতিবেশী দেশগুলোর বাজার থেকে বড় ধরনের আয় তুলতে চায় টুইটার আর সে কারণেই হংকং অফিসকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক এই মাইক্রো ব্লগিং সাইটটি।
গত বছরের শেষ প্রান্তিকে বিজ্ঞাপন থেকে ৪৭৯ মিলিয়ন ডলার আয় করেছে টুইটার। ব্যবহারকারীদের টাইমলাইনে এসব বিজ্ঞাপন দিয়ে থাকে টুইটার। সারা বিশ্বে বর্তমানে ৩০০ কোটির কাছাকাছি মানুষ টুইটার ব্যবহার করছে।
সামাজিক নিরাপত্তার স্বার্থে ২০০৯ সাল থেকে চীনে ফেসবুক, টুইটার ও ইউটিউব বন্ধ করে দেওয়া হয়। তবে তা চালু করার জন্য চীনা সরকারের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে টুইটার কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরকারবিরোধী গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো।
তবে টুইটার বন্ধ থাকলেও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার টুইটার অ্যাকাউন্ট রয়েছে। বিশ্ববাসীর কাছে চীনের খবর পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতেই সিনহুয়া সোশ্যাল মিডিয়ায় তাদের অংশগ্রহণ বাড়িয়েছে।