মার্চে আসছে নতুন আইফোন
বিভিন্ন সূত্র থেকে একই খবর পাওয়া যাচ্ছে, নতুন আইফোন হবে ৪ ইঞ্চি স্ক্রিনের। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটগুলোর খবরে বলা হয়েছে, ‘আইফোন ৫এস’ এবং ‘আইফোন ৬এস’-এ ছিল বিশালাকৃতির স্ক্রিন। তবে সেখান থেকে সরে এসে আবার ৪ ইঞ্চি স্ক্রিনের আইফোনে ফিরে আসতে চাইছে অ্যাপল।
নতুন এই আইফোন আসতে পারে আগামী মার্চ মাসে। নতুন আইফোনের মডেল হতে পারে ‘আইফোন ৫ এসই’। আইফোন ৫এস-এর উন্নত সংস্করণ হতে পারে এটি। সিলভার, গোল্ডেন ছাড়াও রোজ গোল্ড রঙে পাওয়া যাবে আইফোন ৫এসই।
আর এসব খবর জানিয়েছে ৯টু৫ম্যাক ওয়েবসাইটের বিখ্যাত প্রতিবেদক মার্ক গারম্যান। যে কোনো আইফোন বাজারে ছাড়ার আগেই তিনি এ ধরনের তথ্য ফাঁস করে থাকেন। এবং তার কথা বিফলে যাওয়ার উদাহরণ খুব একটা নেই। গারম্যান জানিয়েছেন, নতুন আইফোনে হেডফোন জ্যাক নাও থাকতে পারে। গারম্যানের বরাত দিয়ে এ খবর ছাপিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল ও দ্য ভার্জ।
আইফোন ৬-এর মতোই নতুন আইফোনে থাকতে পারে কার্ভড গ্লাস ডিসপ্লে, এ৮ চিপ এবং ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। থাকবে এনএফসি, অ্যাপল পে, ব্যারোমেটিক সেন্সর। লাইভ ফটো তোলার সুযোগ থাকবে নতুন আইফোনে। তবে থ্রিডি টাচের সুবিধা থাকবে না এতে।
নতুন মডেলের নাম ‘আইফোন ৫এসই’ কেন রাখা হয়েছে তারও একটি ব্যখ্যা রয়েছে। ‘এসই’ মানে স্পেশাল এডিশন। আর এটি বাজার এলে ‘আইফোন ৫’-এর বিক্রি বন্ধ করে দেবে অ্যাপল। ২০১৩ সালে ‘আইফোন ৫’ বাজারে ছেড়েছিল অ্যাপল।
নতুন এই আইফোনের দাম হতে পারে ৪৫০ মার্কিন ডলার। আইফোন ৫এস-এর দামও একই ছিল। তবে আইফোন ৫এসই কবে বাজারে ছাড়া হবে সে ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারেননি গারম্যান। তিনি জানিয়েছেন, মার্চে নতুন আইফোন উম্মুক্ত করতে পারে অ্যাপল। আর বিক্রি শুরু হতে পারে এপ্রিল থেকে।
আগে থেকেই জোরালে গুজব ছিল নতুন আইফোন হবে অপেক্ষাকৃত ছোট স্ক্রিনের। বড় আকৃতির আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস যে ব্যবহারকারীদের পছন্দ হয়নি তেমন নয়। গত বছর চীনে ভালোই বিক্রি হয়েছে এই দুই আইফোন। আর সেই সাফল্য অ্যাপলের মুনাফার পাল্লাও ভারী করেছে।