মোবাইল ফটোগ্রাফির জন্য আসুসের জেনফোন জুম
এরই মধ্যে আসুস দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ভালো মানের সেলফি ক্যামেরাকে প্রাধান্য দিয়ে কিছু স্মার্টফোন তৈরি করেছে। এবার তারা নিয়ে এসেছে ফটোগ্রাফির জন্য একটি নতুন স্মার্টফোন। শক্তিশালী ক্যামেরা নিয়ে তাইওয়ান-ভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান এনেছে জেনফোন সিরিজের তাদের নতুন ফোন জেনফোন জুম।
ভারতীয় বাজারে হ্যান্ডসেটটির মূল্য রাখা হয়েছে ৩৭ হাজার ৯৯৯ রুপি। ভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
এ ছাড়া আসুস বিক্রি করছে একটি পূর্ণাঙ্গ ফটোগ্রাফি সলিউশন, যার মধ্যে রয়েছে একটি জেনফোন জুম স্মার্টফোন, একটি জেনফ্ল্যাশ এবং একটি ট্রাইপড। সম্পূর্ণ প্যাকেজটির মূল্য ভারতের বাজারে ৩৯ হাজার ৯৯৯ রুপি।
জেনফোন জুম মডেলে হ্যান্ডসেটটি বর্তমানে কালো এবং সাদা এই দুই রঙে পাওয়া যাচ্ছে। সেটটির সম্পূর্ণ বডি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দ্বারা, রয়েছে লেদার ব্যাক প্যানেল।
সেটটিতে আছে ৫ দশমিক ৫ ইঞ্চি (১৯২৯x১০৮০ পিক্সেলস) আইপিএস ডিসপ্লে, যেটি সুরক্ষিত থাকবে কর্নিং গরিলা গ্লাস ৪ দ্বারা। জেনফোন জুমে আরো আছে ২.৫ গিগাহার্টজ কোয়াড-কোর ইন্টেল অ্যাটম প্রসেসর এবং সঙ্গে ৪ জিবি র্যাম।
তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় রয়েছে এই হ্যান্ডসেটের ক্যামেরাটি। ১৩ মেগাপিক্সেল স্ন্যাপারের সঙ্গে আছে অটোফোকাস, ৩এক্স অপটিক্যাল জুম, ওআইএস এবং টু-টোন ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ছাড়া আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি।
আসুসের এই নতুন স্মার্টফোনে আছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরও ১২৮ জিবি বাড়ানো যাবে।
আসুস জেনফোন জুম চলবে অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমে এবং সেটটির কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং এনএফসি।