শাওমির মি৫ আসছে ২৪ ফেব্রুয়ারি
স্মার্টফোনের জগতে হৈচৈ ফেলে দেওয়া চীনা প্রতিষ্ঠান শাওমি জানিয়েছে তাদের বহুল প্রতীক্ষিত হ্যান্ডসেট শাওমি মি৫ উন্মুক্ত হতে যাচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি। শাওমির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়ান জিয়াং চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এই সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি আরো জানিয়েছেন, এরই মধ্যে বিশ্বজুড়ে স্মার্টফোনপ্রেমীদের মাঝে এই ফোনের ব্যাপারে প্রবল আগ্রহ জন্মানোর কারণে শাওমি সিদ্ধান্ত নিয়েছে স্মার্টফোনের উৎপাদন বাড়ানোর এবং মি৫ মুক্তি পাওয়ার আগেই এর বিশাল এক মজুদ তৈরি করা হবে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে এ খবর পাওয়া গেছে।
চীনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি তাদের বসন্তকালীন সম্মেলন চলাকালেই উন্মুক্ত করা হবে শাওমি মি৫। বেশ কিছুদিন আগেই অবশ্য এই হ্যান্ডসেটের সব তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। অসাধারণ সব ফিচার থাকায় অনেকেই স্মার্টফোনটির জন্য অপেক্ষা করছেন।
শাওমি মি৫ এ থাকবে ৫ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে ২কে (১৪৪০x২৫৬০ পিক্সেল) রেজ্যুলেশন এবং এটি চলবে সম্প্রতি মুক্তি পাওয়া ২.৫ গিগাহার্টজ কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেটের মাধ্যমে। ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে ১৬, ৬৪ এবং ১২৮ জিবির তিনটি ভিন্ন স্টোরেজের পাওয়া যাবে মি৫। থাকবে ৪ জিবি র্যাম।
অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যানড্রয়েড ৫.১ ভিত্তিক শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম এমইউআইইউ ৬। স্মার্টফোনটিতে আরো থাকবে ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোরজি কানেকটিভিটির সেটটিতে থাকবে ৩৮০০ এমএএইচের ব্যাটারি এবং এটি পাওয়া যাবে সাদা ও কালো এই দুটি রঙে।
এ ছাড়া শাওমি সম্প্রতি উন্মুক্ত করেছে তাদের আর একটি নতুন হ্যান্ডসেট শাওমি রেডমি৩। এই মোবাইলে আছে পাঁচ ইঞ্চি এইচডি (৭২০ পিক্সেল) ডিসপ্লে। রেডমি৩ হ্যান্ডসেটে আরো আছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ডুয়েল সিমের এই হ্যান্ডসেটে ব্যবহারকারীরা চাইলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ১২৮ জিবি পর্যন্ত। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সাথে আছে এফ/২.০ অ্যাপার্চার এবং এফ/২.২ অ্যাপার্চার নিয়ে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।