প্যানাসনিক নিয়ে এলো ইলুগা টার্বো
প্যানাসনিক নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ইলুগা টার্বো। গত সোমবার ভারতের বাজারে ছাড়া হয়েছে এই স্মার্টফোনটি। ভারতে এর দাম রাখা হয়েছে ১০ হাজার ৯৯৯ রুপি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইন।
ডুয়েল সিমের প্যানাসনিক ইলুগা টার্বোতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০পিক্সেল) আইপিএস ডিসপ্লে। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ এবং স্মার্টফোনটির পেছন দিকে রয়েছে আসাহি ড্রাগনটেইল গ্লাস।
রয়েছে ১.৫ গিগাহার্জের ৬৪-বিট অক্টা-কোর প্রসেসরের সঙ্গে ৩ জিবি র্যাম।
এটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ ফিটহোম ইউআই অপারেটিং সিস্টেমে। এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে।
প্যানাসনিক ইলুগা টার্বো স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা আরো ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ফোরজি এলটিই, জিপিএস, এ-জিপিএস, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ওয়াই-ফাই হটস্পট, ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লুটুথ ৪.০ এবং মাইক্রো ইউএসবি।
স্মার্টফোনটির ব্যাটারি ২৩৫০ এমএএইচ। ম্যারিন ব্লু, শ্যাম্পেন গোল্ড, রোজ গোল্ড এই তিনটি রঙে ছাড়া হয়েছে সেটটি।