দীর্ঘস্থায়ী ব্যাটারির জিওনি ম্যারাথন এম৫ মিনি
কম দামে দীর্ঘস্থায়ী ব্যাটারিন স্মার্টফোন-এই ধারণাকে জনপ্রিয় করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান জিওনি। জনপ্রিয় ম্যারাথন সিরিজের নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে তারা।
জিওনি ম্যারাথন এম৫ মিনি হ্যান্ডসেটটি ছাড়া হয়েছে নাইজেরিয়ার বাজারে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সেটটির মূলশক্তি-এর ৪০০০ এমএএইচ লি-পো ব্যাটারি। এটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে।
এতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।
স্মার্টফোনটি চলবে ৬৪-বিট ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৫৮০ এসওসি প্রসেসরে যার সাথে রয়েছে ২ জিবি র্যাম। ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৮ জিবি তবে তা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের ও ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি।
কানেক্টিভিটির জন্য রয়েছে থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি ওটিজি এবং মাইক্রো ইউএসবি।