৩ জিবি র্যামের জিওনি এস৬
কিছুদিন পরপরই নতুন নতুন স্মার্টফোন নিয়ে আসছে চীনা প্রতিষ্ঠান জিওনি। এবার তারা নিয়ে এসেছে জিওনি এস৬ মডেলের নতুন একটি স্মার্টফোন।
গত নভেম্বরে চীনের বাজারে ছাড়া হয়েছিল সেটটি। দুই মাস পর সেটি ছাড়া হয়েছে ভারতের বাজারে। ভারতে এর দাম রাখা হয়েছে ১৯ হাজার ৯৯৯ রুপি। এ খবর জানিয়েছে এনডিটিভি অনলাইন।
অ্যামিগো ৩.১ অপারেটিং সিস্টেমভিত্তিক অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে সেটটি। এতে রয়েছে ডুয়েল সিম সুবিধা।
এতে আছে ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৩।
স্মার্টফোনটি চলবে ১.৩ গিগাহার্জের ৬৪-বিট অক্টা-কোর মিডিয়াটেক এমটি ৬৭৫৩ প্রসেসরে। সঙ্গে আছে ৩ জিবি র্যাম এবং মালি-টি৭২০ জিপিইউ।
ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ভালো মানের ছবি তোলার জন্য রয়েছে নাইট মোড, প্যানারমা মোড, বার্স্ট মোড, ম্যাজিক ফোকাস, এইচডি আর, জিআইফসহ আরো অনেক ফিচার।
স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি, তবে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৩ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এ ছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
মেটাল বডির এই স্মার্টফোনে রয়েছে ৩১৫০ এমএএইচের ব্যাটারি। কানেক্টভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৪.০, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ওয়াই-ফাই হটস্পট, জিপিএস, ফোরজি এলটিই, ইউএসবি ওটিজি এবং ইউএসবি টাইপ-সি (২.০)।
এটি পাওয়া যাচ্ছে গোল্ড, রোজ গোল্ড এবং সিলভার রঙে।