ডিসপ্লে ভাঙবে না মটো এক্স ফোর্সের
ভারতের বাজারে মুক্তি পেয়েছে মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটো এক্স ফোর্স’। শক্তিশালী পর্দার জন্য স্মার্টফোনটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে বাজারে।
মটোরোলার পক্ষ থেকে বলা হয়েছে, এই স্মার্টফোনে রয়েছে শ্যাটারপ্রুফ প্রযুক্তি। ফলে যে কোনো উচ্চতা থেকে নিচে পড়লেও এর ডিসপ্লে বা পর্দা থাকবে অক্ষত। এ খবর জানিয়েছে এনডিটিভি।
গত অক্টোবরে মটোরোলার পক্ষ থেকে জানানো হয়েছিল, মটো এক্স ফোর্সের ডিসপ্লে তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম রিগিড কোর দ্বারা, যাতে রয়েছে ফ্লেক্সিবল অ্যামোলেড স্ক্রিন। এতে আরো আছে ডুয়েল-লেয়ার টাচস্ক্রিন প্যানেল।
মটো এক্স ফোর্সে রয়েছে ৫ দশমিক ৪ ইঞ্চি কিউএইচডি (১৪৪০x২৫৬০ পিক্সেল) ডিসপ্লে। এতে রয়েছে ২ গিগাহার্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ অক্টা-কোর এসওসির সঙ্গে ৩জিবি এলপিডিডিআর৪ র্যাম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।
চার্জ ধরে রাখার জন্য রয়েছে ৩৭৬০ এমএএইচের ব্যাটারি। মটোরোলার পক্ষ থেকে বলা হয়েছে, এই ব্যাটারি দুদিন চার্জ ধরে রাখবে। ব্যাটারিতে দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে কুইক চার্জিং প্রযুক্তি এবং ২৫ ওয়াটের চার্জার।
ছবি তোলার জন্যও স্মার্টফোনটি বেশ কাজের। এতে রয়েছে ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যাতে রয়েছে এফ/২.০ অ্যাপার্চার এবং ডুয়েল-এলইডি ফ্ল্যাশ ও ফেজ ডিটেক্ট অটোফোকাস (পিডিএএফ)। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেলের, যাতে রয়েছে ফ্ল্যাশ এবং এফ/২.০ অ্যাপার্চার
তবে এই স্মার্টফোনটিতে অ্যানড্রয়েডের নতুন সংস্করণ ৬.০ মার্শম্যালো কাজ করবে না। এটি চলবে অ্যানড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেমে।
সিঙ্গেল সিমের এই সেটটিতে কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই (ক্যাট.৪). সিডিএমএ, ওয়াই-ফাই ৮০২.১১এসি।
ভারতের বাজারে মটো এক্স ফোর্সের দুটি সংস্করণ ছাড়া হয়েছে। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে ৪৯ হাজার ৯৯৯ রুপি আর ৬৪ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৫৩ হাজার ৯৯৯ রুপি।
কালো, সাদা ও ধূসর এই তিনটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।