জেডটিইর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
চীনের টেলিযোগাযোগ যন্ত্রপাতি, নেটওয়ার্ক স্থাপন ও মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান জেডটিইর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ করেছে জেডটিইতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান নরওয়ের সরকার পেনশন তহবিল (জিপিএফ)। নিজেদের বিনিয়োগ ফিরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিলটি।
সম্প্রতি এএফপির করা এক প্রতিবেদনে বলা হয়, জেডটিই বিশ্বের ১৮টি দেশে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ নরওয়ের ওই সংস্থার। গত ৭ জানুয়ারি বিষয়টি পরিষ্কার করে জিপিএফ জানিয়েছে, জেডটিইতে আর কোনো বিনিয়োগ করবে না তারা।
সর্বশেষ ২০১৪ সালের তথ্য অনুযায়ী, জিপিএফের দশমিক ১৫ শতাংশ জেডটিইতে বিনিয়োগ করা। যার পরিমাণ এক কোটি ১০ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার।
জিপিএফ থেকে বলা হয়েছে, অভ্যন্তরীণ দুর্নীতিবিরোধী প্রক্রিয়া সন্তোষজনক কিছু দেখাতে ব্যর্থ হয়েছে জেডটিই। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, ‘অনেক দেশে ব্যবসার সঙ্গে জড়িত জেডটিই দুর্নীতি ঝুঁকিতে আছে। যা বেশ উঁচুমাত্রার।’ জেডটিই ভবিষ্যতে আরো দুর্নীতির ঝুঁকিতে পড়ে যাবে বলে আশঙ্কা করছে নরওয়েভিত্তিক ওই সংস্থা।
কেবল জেডটিই নয়, জিপিএফের কালো তালিকায় ৬৫টি প্রতিষ্ঠান আছে। যার মধ্যে এয়ারবাস, বোয়িং, লকহিড মার্টিন, রিও টিনটো, ফিলিপ মরিসের নামও আছে।