বিনে পয়সায় নিজের অনলাইন স্টোর দিচ্ছে ‘স্টোরিয়া’
আজকাল অনেকেই অনলাইনে ব্যবসা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেউ কেউ নিজস্ব পণ্য বিক্রি করছেন, কেউ বা আবার মার্কেটপ্লেসে (এখানেই, বিক্রয়)। এমন ব্যক্তিদের সবাই স্বপ্ন দেখেন নিজের ই-কমার্স ওয়েবসাইট, যেখানে শুধু নিজের পণ্যই বিক্রি হবে।
সামান্য পুঁজি নিয়ে ব্যবসা, ওয়েব ডেভেলপমেন্টের খরচ, অপ্রতুল সময়সহ নানা ঝামেলায় অনেক অনলাইন উদ্যোক্তারই নিজের একটি ওয়েবসাইট বানানোর স্বপ্ন পূরণ হয় না। তবে এমন স্বপ্নের সহজ বাস্তবায়ন করছে বিশ্বমানের ই-কমার্স প্লাটফর্ম ‘স্টোরিয়া’ (storrea)।
বিশ্বমানের ই-কমার্স প্ল্যাটফর্মের ধারণা নিয়ে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করেছে স্টোরিয়া। গত ডিসেম্বরের শুরুতেই স্টোরিয়া নিয়ে এসেছে নিত্যনতুন ফিচার। একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও কার্যকরী অনলাইন স্টোর তৈরির জন্য এতে আছে ‘থিম কাস্টমাইজেশন’ সুবিধা, ‘কাস্টম পেজ’ বানানোর ব্যবস্থা, নিজের ‘ডোমেইন’ এ স্টোর চালানোর স্বাধীনতা, ‘ফেসবুকস্টোর’ যুক্ত করা, ‘অটোমেটেড কাস্টমার ম্যানেজমেন্ট’, ‘এসএমএস নোটিফিকেশন’, ‘বিকাশ’ সুবিধা, সব ধরনের ‘শিপিং মেথড ইন্টিগ্রেশন’, ‘অটোমেটেড এইইও’(SEO)।
সম্পূর্ণ নিরাপদ স্টোর এবং ফ্রি হোস্টিং-এর সুবিধাসহ স্টোরিয়ায় নিজের ই-কমার্স ওয়েবসাইট বানাতে সময় লাগবে ১৫ মিনিটেরও কম। আর পুরো অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণ করা যাবে ঘরে বসেই।
স্টোরিয়ার স্টোর থিমগুলো বিভিন্ন ধাঁচের ব্যবসার চাহিদার কথা মাথায় রেখে বানানো। সব পণ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের সুবিধা আছে। আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট, বাটন কালার দিয়ে থিমগুলোতে চাইলে পাল্টে দিতে পারেন।
স্টোরিয়া দিচ্ছে ফেসবুকস্টোর অ্যাপ ইন্টিগ্রেশনের সুবিধা। স্টোরিয়া অ্যাডমিন প্যানেল থেকে অনলাইন স্টোরকে ফেসবুক পেজের সঙ্গে সহজেই যুক্ত করা যায়। এর ফলে যে কোনো অনলাইন মার্চেন্ট ফেসবুকেই তাঁর স্টোরের পণ্য দেখাতে পারবেন এবং পণ্য বিক্রি করতে পারবেন।
স্টোরিয়ার চিফ অপারেটিং অফিসার হাসিব বিন রফিক বলেন, ‘আমরা চাই সবাই নিজের পণ্যের ব্র্যান্ডকে অনলাইনে প্রতিষ্ঠিত করুক। ফেসবুকের ক্ষুদ্র পরিসরে নিজের পুরো ব্যবসাকে সবার সামনে তুলে ধরা সম্ভব হয় না। আমাদের দেশের অনেকেই ভারতসহ বিভিন্ন দেশের ওয়েবসাইট থেকে কেনাকাটা করেন। নিজস্ব ওয়েবসাইট হলে সারা বিশ্বের মানুষ আপনার পণ্য কিনতে পারবে। এটাই স্টোরিয়ার স্বপ্ন। অনলাইন উদ্যোগ হোক স্বাধীন—এমন উদ্যোগ নিয়েই কাজ করছি আমরা।’
স্টোরিয়ার হেড অব বিজনেস অপারেশন্স আল আরমান বলেন, ‘বাংলাদেশের ক্রেতাদের কাছে বিকাশ একটি অপরিহার্য অর্থ পরিশোধের মাধ্যমে পরিণত হয়েছে। এ জন্য স্টোরিয়ায় মার্চেন্টরা পাবেন তাদের ক্রেতাদের জন্যে বিকাশ পেমেন্টের সুবিধা। সঙ্গে আছে ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা। আর খুব শিগগির বাংলাদেশের বাজারে চালু সব ধরনের কার্ডের মাধ্যমে অর্ধ পরিশোধের সুবিধাও যুক্ত করা হবে। অনলাইন উদ্যোক্তাদের মধ্যে অনলাইন এ বিক্রির ব্যাপারে পুরোপুরি ওয়াকিবহাল করতে ও আধুনিক ই-কমার্স ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে জানাতে স্টোরিয়া দিচ্ছে ‘অনলাইন স্টোর সেটআপ অ্যাসিস্ট্যান্স’।
এ ছাড়া স্টোরিয়া চালু করেছে উদ্যোক্তাদের সহায়ক ব্লগ, যেখানে নতুন পুরাতন উদ্যোক্তারা নিজেদের ই-কমার্স জ্ঞানকে ঝালাই করে নিতে পারেন। এখানে নিয়মিত ই-কমার্স ব্যবসার বিভিন্ন টিপস এবং কৌশল শেখানো হচ্ছে। অনলাইনে ব্যবসার প্রয়োজনীয় বিষয়গুলো জানতে আর কারো দ্বারস্থ হতে হবে না।
বৈচিত্র্যপূর্ণ সব ফিচারে পূর্ণাঙ্গ একটি ই-কমার্স ওয়েবসাইট বানানোর সব সুবিধাই দিচ্ছে স্টোরিয়া। একটি ইমেইল দিয়ে সহজেই তৈরি করতে পারেন নিজের অনলাইন স্টোর। স্টোরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এর ধানমণ্ডি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা দেখুন এর ওয়েবসাইট বা ফেসবুক পেজ।
ওয়েবসাইট : www.storrea.com
ফেসবুক : www.facebook.com/mystorrea