স্বাধীনতার আনন্দে সেলফি তুলে পুরস্কার জিতুন
বিভিন্ন দিবস বা উপলক্ষকে সামনে রেখে আজকাল প্রায়ই আয়োজন করা হয় সেলফি প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় নিয়ম অনুযায়ী নিজের বা বন্ধুদেরসহ সেলফি তুলে পাঠাতে হয়। তারপর বিচারকদের সিদ্ধান্ত বা ফেসবুকে লাইক সংখ্যা অনুযায়ী বিজয়ী ঘোষণা করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে তেমনই এক সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে অনলাইনে কেনাকাটার প্রতিষ্ঠান ইহাটবাজার। স্বাধীনতার মাসে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতেই এই আয়োজন।
উঠতে-বসতে সেলফি তোলাটা আজকাল ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, আর বিশেষ দিন হলে তো কথাই নেই। সেই ট্রেন্ডকেই নতুন মাত্রা দিতে ই-হাটবাজার আয়োজন করেছে সেলফি কন্টেস্ট।
প্রতিযোগিতায় অংশ নিতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসটি কীভাবে উদযাপন করছেন সেটি তুলে ধরতে হবে আপনার সেলফিতে।
এরপর সেই সেলফি ইহাটবাজারের ওয়েবসাইট https://www.ehatbazaar.com/selfie-contest/ ঠিকানায় আপলোড করতে হবে।
সেরা তিন জন পুরস্কার হিসেবে পাবেন স্মার্ট ফোন। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন স্মার্ট ওয়াচ, ক্যাজুয়াল ঘড়ি পাবেন তৃতীয় স্থান পাওয়া প্রতিযোগী। এ ছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ১০ জন প্রতিযোগী পাবেন এক হাজার টাকার প্রাইজবন্ড।
সেলফি তোলার নিয়মাবলি
- ২৬ শে মার্চ এর দিনটিকে কীভাবে উদযাপন করছেন তা আপনাকে সেলফির মাধ্যমে তুলে ধরতে হবে।
- স্বাধীনতার তথা আপনার দেশের প্রতি আপনি কীভাবে সম্মান জানাতে চান, তা আপনার আপলোড করা সেলফিতে তুলে ধরতে হবে।
প্রথমে https://www.ehatbazaar.com/selfie-contest/ এই ঠিকানায় গিয়ে নির্ধারিত স্থানে ছবি আপলোড করতে হবে। এরপর নাম, ফোন নম্বার, ইমেইল আইডির শূন্যস্থানগুলো পূরণ করতে হবে।
ফেসবুক পেইজ এর ইনবক্সেও ছবি পাঠানো যাবে। সেক্ষেত্র সেলফির সাথে নাম, ঠিকানা ও ফেসবুক ঠিকানা যুক্ত করতে হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে হলে অবশ্যই ইহাটবাজারের ফেসবুক পেইজ লাইক ও শেয়ার করতে হবে। এই ধাপটি পূরণ না করলে এই প্রতিযোগিতার যোগ্য বলে বিবেচিত হবে না।
এ ছাড়া কোনো প্রতিযোগী একটির বেশি সেলফি আপলোড করতে পারবেন না।