অনলাইনে চলছে বিশেষ ছাড়ে বই বিক্রি
অনলাইনে বই কেনার জন্য জনপ্রিয় ওয়েবসাইট রকমারি ডটকম, তারা বইমেলার পরও এই সাইটে দিয়েছে বিভিন্ন ছাড়ে বই কেনার অফার।
রকমারি ডটকম থেকে ২৬-৭১% পর্যন্ত ছাড়ে বই কিনতে পারবেন পাঠকরা। বইমেলা ২০১৬ সালের বইসহ সৃজনশীল বইয়ের ওপর রকমারি দিচ্ছে এই ছাড়। আর এই অফারের নাম দেওয়া হয়েছে ‘শায়েস্তা খাঁ অফার’।
ইতিহাসে শায়েস্তা খাঁ তার আমলে জিনিসপত্রের কম মূল্যের জন্য স্মরণীয় হয়ে আছেন। তেমনি বইয়ের জগতে সর্বনিম্ন দামের অফারের নাম দেওয়া হয়েছে ‘শায়েস্তা খাঁ অফার’। অফারটি সীমিত সময়ের জন্য চালু থাকবে। রকমারি ডটকমের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অর্ডার করতে ভিজিট করুন www.rokomari.com বা কল করুন 16297 নম্বরে।
দেশের যেকোনো প্রান্ত থেকে যত খুশি বই কিনতে পারবেন ক্রেতারা। সর্বোচ্চ ৫০ টাকা ডেলিভারি চার্জে বই পৌঁছে যাবে ক্রেতাদের ঠিকানায়।
মূল্য পরিশোধের জন্য আছে বিকাশ বা ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট সুবিধা। বাংলাদেশ ছাড়াও বিশ্বের যেকোনো দেশ থেকেই অর্ডার করা যাবে।