১৪০ শব্দেই সীমাবদ্ধ থাকছে টুইটার
মাইক্রোব্লগিং সাইট হিসেবে জনপ্রিয় টুইটারের শব্দসংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছিল টুইটার কর্তৃপক্ষ। তবে ব্যবহারকারীদের অনুরোধে ১৪০ শব্দেই আটকে থাকছে টুইটার।
টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি জানিয়েছেন, এই শব্দের সীমাবদ্ধতাই টুইটারের পরিচিতি। তিনি বলেন, ‘এটা থাকছে। এই বাধ্যবাধকতা আমাদের জন্য ভালো। আমরা সংক্ষিপ্ত শব্দের মধ্যেই স্মৃতিগুলো ধরে রাখতে চাই।’
আগামী ২১ মার্চ ১০ বছর পূর্ণ হবে টুইটারের। এই উপলক্ষে এক সাক্ষাৎকারে এ কথা বলেন ডরসি। ২০০৬ সালের ২১ মার্চ দুনিয়ার প্রথম টুইটটি করেছিলেন তিনি। আর প্রথম টুইটটি ছিল ‘Just setting up my twttr.’
দীর্ঘদিন ধরে ১৪০ শব্দে আটকে ছিল টুইটার। তাই এর শব্দসংখ্যা বাড়ানো হবে বলে গুজব ছিল প্রযুক্তি বিশ্বে। তবে এই খবর শোনার পর অনেকেই এর বিরোধিতা করেন। কারণ অল্প শব্দে সব কথা গুছিয়ে বলার সুযোগের কারণেই জনপ্রিয় ছিল টুইটার।
ডরসি আরো জানান, টুইটারের নীতিমালার বিরোধী নয় এমন কোনো কনটেন্ট সেন্সর করার বা মুছে দেওয়ার পরিকল্পনা তাদের নেই।
এ প্রসঙ্গে জ্যাক ডরসি বলেন, ‘টুইটার সবসময়ই আমাদের নিয়ন্ত্রণে ছিল। মানুষ যাকে খুশি তাকে ফলো করতে পারে এবং আমাদের দায়িত্ব হলো ব্যবহারকারীদের গুরুত্ব বুঝে কাজ করা।’ তিনি আরো বলেন, ‘সহিংসতাকে উসকে দেওয়ার জন্য অনেক সময় টুইট করা হয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে। যা আমাদের নীতিমালাবিরোধী। তাই এসব কনটেন্ট সরিয়ে ফেলে আমরা ব্যবহারকারীদের নিরাপদে রাখতে চাই।’
১০ বছর পূর্তি উপলক্ষে আরো বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চায় টুইটার। আর সেজন্য নতুন নতুন সুবিধা যোগ করছে তারা। টাইমলাইনেও আনা হচ্ছে পরিবর্তন।