কবে আসবে ‘ওয়ানপ্লাস ৩’?
স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। স্মার্টফোন তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে এই স্মার্টফোন ব্র্যান্ড।
এই ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘ওয়ানপ্লাস ৩’ হাতে পাওয়ার জন্য এখন অনেক ব্যবহারকারীই মুখিয়ে রয়েছেন। কারণ, ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই জানিয়েছিলেন, ২০১৬ সালের মাঝামাঝি নতুন ডিজাইনের ওয়ানপ্লাস ৩ বাজারে ছাড়া হতে পারে।
সে হিসেবে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, আগামী ৭ এপ্রিল ওয়ানপ্লাসের ইভেন্টে উন্মুক্ত করা হতে পারে ওয়ানপ্লাস ৩।
তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড অথরিটি জানিয়েছে, ৭ এপ্রিল ওয়ানপ্লাস ৩ বাজারে আসার কোনো সম্ভাবনা নেই।
ওয়ানপ্লাসের একজন মুখপাত্র অ্যানড্রয়েড অথরিটিকে জানিয়েছেন, ৭ এপ্রিলের ইভেন্টটি শুধু চীনা বাজারের কথা মাথায় রেখে করা হচ্ছে। সেখানে ‘ওয়ানপ্লাস ৩’ স্মার্টফোন উন্মুক্ত করার কোনো সম্ভাবনা নেই।
তবে কবে নাগাদ ওয়ানপ্লাস ৩ বাজারে ছাড়া হতে পারে, সে ব্যাপারে কোনো আভাসও দেওয়া হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানপ্লাস ৩-এর আনুষ্ঠানিক নাম হতে পারে ‘ওয়ানপ্লাস এ ৩০০০’। এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি, আদ্রেনো ৫৩০।
আরো থাকতে পারে ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে ৮ মেগাপিক্সেলের।
স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে থাকতে পারে কিউএইচডি ডিসপ্লে, যার স্ক্রিন রেজ্যুলেশন ১০৮০ x ১৯২০ পিক্সেলস।
গত বছর বাজারে ছাড়া হয়েছিল ওয়ানপ্লাস ২। ব্যাপক জনপ্রিয়তা পায় এই স্মার্টফোনটি।