এখন থেকে ৬০ সেকেন্ডের ভিডিও দেওয়া যাবে ইনস্টাগ্রামে!
দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিভিন্ন ঘটনা অনেকেই ইনস্টাগ্রামে আপলোড করে থাকে। এবার ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার ক্ষেত্রে যোগ হলো আরো স্বাধীনতা। ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে তাঁদের প্ল্যাটফর্মে ভিডিওর সময়সীমা বাড়ানোর। এখন থেকে ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রামে ৬০ সেকেন্ড পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
আগে এই সীমা ছিল মাত্র ১৫ সেকেন্ড! সে হিসেবে বর্তমানে সময়ের সীমারেখাটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য রীতিমতো দীর্ঘকাল! এই ফিচার ঘোষণা করার সময় ইনস্টাগ্রাম থেকে একটি ক্লিপ পোস্ট করা হয়, যেটি ইনস্টাগ্রামে সম্প্রতি পোস্ট হওয়া বিভিন্ন ভিডিওর সমন্বয়ে তৈরি।
ইনস্টাগ্রামের এই পরিবর্তন অবশ্য খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। কারণ ভিডিওর দিক থেকে ইনস্টাগ্রামকে আগে স্ন্যাপচ্যাটের মতো অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে হতো, যেখানে ১০ সেকেন্ড হচ্ছে ভিডিওর সময়সীমা। ৬০ সেকেন্ডের ফলে ইনস্টাগ্রামকে হয়তো এখন ইউটিউবের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে হবে। কারণ যাঁরা ইউটিউবার রয়েছেন, কিংবা ভিডিও তৈরি করে থাকেন, তারা হয়তো ইনস্টাগ্রামের জন্য এক মিনিটের ভিডিও তৈরি করে ফেলতে পারেন। আর বিশাল বিশাল ভিডিওর থেকে এক মিনিটের ঝটপট ভিডিও দর্শকদের মধ্যে বেশি সাড়া ফেলবে, এটি খুব স্বাভাবিক।
আর যাঁরা সারা দিন ইনস্টাগ্রাম নিয়েই পড়ে থাকেন, তাঁদের জন্য তো জনপ্রিয় হওয়ার আর একটি দরজা খুলেই গেল! মোটামুটি ভালো একটি ভিডিও আপলোড করার জন্য এখন ইউটিউবে যাওয়ার আর দরকার নেই। আবার ইনস্টাগ্রামে আপলোড করার জন্য সেটার ওপর ছুরি-কাঁচি চালানোর প্রয়োজনীয়তাও গেছে ফুরিয়ে।
তবে এখন সবাই আবার ভিডিও তৈরি করার জন্য ব্যস্ত হয়ে উঠবেন না। কারণ, ঘোষণাটিতে বলা ছিল, “আজ উন্মুক্ত হচ্ছে।...কয়েক মাসের মধ্যেই পৌঁছে যাবে সবার কাছে।” অর্থাৎ আপাতত হয়তো কিছু বাছাইকৃত ব্যবহারকারীরাই উপভোগ করতে পারবে ইনস্টাগ্রামের এই ফিচার। ৬০ সেকেন্ডের ভিডিও আপলোড করার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে আরো কিছুদিন।