নতুন স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি এ৯ প্রো
স্যামসাংয়ের জনপ্রিয় সিরিজ গ্যালাক্সি। গত বছরের ডিসেম্বরে গ্যালাক্সি এ৯ স্মার্টফোনটি বাজারে ছাড়ে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি। এরপর ব্যবহারকারীরা আশায় ছিলেন এ৯ স্মার্টফোনটির উন্নত একটি সংস্করণের।
এবার স্যামসাং-প্রেমীদের সে আশা পূরণ হলো। স্যামসাং নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ৯ প্রো’ স্মার্টফোনটি। দ্রুতগতির র্যাম আর শক্তিশালী ব্যাটারির জন্য এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে বলে আশা করছে স্যামসাং।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে চীনের বাজারে ছাড়া হয়েছে স্মার্টফোনটি। চীনের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ৯ প্রো স্মার্টফোনটির দাম রাখা হয়েছে তিন হাজার ৪৯৯ চীনা ইয়েন। এর আগের মডেল গ্যালাক্সি এ৯-এর দাম রাখা হয়েছিল তিন হাজার ১৯৯ চীনা ইয়েন।
গ্যালাক্সি এ৯ প্রো স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল সিম। ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪ জিবি র্যাম ও ৫০০০ এমএএইচের ব্যাটারি।
অ্যানড্রয়েড ৫.১ ললিপপ-ভিত্তিক অপারেটিংয়ে চলবে স্মার্টফোনটি। মেটাল ও গ্লাস ফ্রেম দিয়ে স্মার্টফোনটির বডি ডিজাইন করা হয়েছে। গ্যালাক্সি নোট ৫ ও গ্যালাক্সি এস৬-এর মতো করেই গ্যালাক্সি এ৯ প্রো-এর ডিজাইন করা হয়েছে।
এতে রয়েছে ৬ ইঞ্চি ফুল-এইচডি (১০৮০x১৯২০ পিক্সেলস) সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস। প্রসেসর রয়েছে ৬৪-বিট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ এসওসি। সঙ্গে আরো আছে আদ্রেনো ৫১০ জিপিইউ।
সেটটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্যামসাং পে সাপোর্ট। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ভি৪.১, জিপিএস, বেইদৌ, এনএফসি, ওয়াই-ফাই এবং ইউএসবি ২.০।
সাদা ও সোনালি এই দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।