হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ পি৯ ও পি৯ প্লাস
ডুয়েল ক্যামেরার দিকে ইদানীং বেশ ঝোঁক দেখা যাচ্ছে স্মার্টফোন নির্মাতাদের। এলজির জি৫-এ দেখা মিলেছে ডুয়েল ক্যামেরার।
এমনকি গুজব শোনা যাচ্ছে, আইফোন ৭-এও নাকি ডুয়েল ক্যামেরা থাকতে পারে। এবার ডুয়েল ক্যামেরা নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
গতকাল বুধবার লন্ডনে এক সম্মেলনে হুয়াওয়ে তাদের নতুন ফ্ল্যাগশিপের উন্মুক্ত করে। হুয়াওয়ে পি৯ ও হুয়াওয়ে পি৯ প্লাস নামে দুটি মডেল সম্পর্কে ওই অনুষ্ঠানে বিস্তারিত জানানো হয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দুটি ফ্ল্যাগশিপেরই মূল ক্যামেরা থাকছে ডুয়েল ১২ মেগাপিক্সেলের। এতে ব্যবহার করা হয়েছে লেইকার ক্যামেরা।
হুয়াওয়ে তাদের এই ডুয়েল ক্যামেরা বিশেষভাবে নির্মাণ করেছে। দুটি ক্যামেরার মধ্যে একটি বিভিন্ন রং ক্যামেরাবন্দি করার ব্যাপারে পারদর্শী, অন্যটি ‘মোনোক্রোম’ বা শুধু একরঙা ছবি তোলায় পারদর্শী।
হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যামেরার এই বিশেষত্বের জন্য ছবিগুলো আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে কম আলোতেও নিখুঁত ছবি তোলা যাবে।
এই ক্যামেরার লেন্স তৈরিতে হুয়াওয়ে ও লেইকা একত্রে কাজ করেছে।
স্পেসিফিকেশনের দিক থেকে বেশ দারুণ এই দুটি ফ্ল্যাগশিপ। হুয়াওয়ের সর্বশেষ কিরিন ৯৫৫ অক্টাকোর প্রসেসর, ফুল এইচডি পর্দা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে আসছে তারা।
অ্যানড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমের সঙ্গে হুয়াওয়ের নিজস্ব ইএমইউআই ৪ দশমিক ১ ইউজার ইন্টারফেস নিয়ে আসছে পি৯ ও পি৯ প্লাস।
দুটি ফ্ল্যাগশিপের মধ্যে অবশ্য তেমন একটা পার্থক্য নেই। দুটি মডেলেই থাকছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা।
তবে ছোট আকারের পি৯ মডেলে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের আরেকটি সংস্করণ আসতে পারে।
সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। তবে অটোফোকাস সুবিধা শুধু পি৯ প্লাসেই সন্নিবেশিত থাকবে।
ব্যাটারির ক্ষেত্রেও কিছুটা পার্থক্য থাকছে দুই মডেলে, পি৯-এর ব্যাটারি ৩০০০ এমএএইচ এবং পি৯ প্লাসের ব্যাটারি ৩৪০০ এমএএইচ ক্ষমতার।
আগামী ১৬ তারিখ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে পাওয়া যাবে হুয়াওয়ের নতুন এই ফ্ল্যাগিশপ দুটি।
৩ জিবি র্যামের পি৯-এর দাম রাখা হয়েছে ৬৮০ মার্কিন ডলার, অন্যদিকে ৪ জিবি র্যামের পি৯-এর দাম ৭৩৬ ডলার আর পি৯ প্লাসের দাম পড়বে ৮৫০ ডলার।