আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে ফেসবুক
জীবনের খুঁটিনাটি প্রায় সব কাজই আজকাল মানুষ ফেসবুকে সেরে ফেলে। তো সকালে ঘুম থেকে উঠে আবহাওয়ার সংবাদটা আর বাদ যাবে কেন?
প্রতি বছরই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ হচ্ছে নতুন নতুন সেবা। এবার যোগ হলো নিউজফিডে আবহাওয়া পূর্বাভাস প্রদান করার নতুন এই ফিচার।
তবে সবার জন্য অবশ্য এখনো এটি উন্মুক্ত করা হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব জানিয়েছে শুক্রবার থেকে কিছু ব্যবহারকারী নিউজফিডে এই পরিবর্তনটি দেখতে পাচ্ছেন।
মূলত যুক্তরাজ্যের ব্যবহারকারীরাই প্রাথমকিভাবে এই সুবিধা পাচ্ছেন। ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করার পর তাদের ‘গুড মর্নিং’-এর সঙ্গে দিনের সম্ভাব্য আবহাওয়া সম্পর্কেও জানানো হচ্ছে।
তবে এই সেবা আসলেই সবার জন্য উন্মুক্ত হবে নাকি সে ব্যাপারে কিছু জানা যায়নি। অনেকে এটি প্রথমে গুজব মনে করলেও গত কয়েকদিনে টুইটারে অন্যতম আলোচ্য বিষয় ছিল এটি। সেখানে অনেক ব্যবহারকারী ফেসবুকের নতুন এই ফিচার উপভোগ করার কথা জানিয়েছেন।
ফেসবুকের নতুন এই সেবার মাধ্যমে শুধু যে আবহাওয়া পূর্বাভাস জানা যাচ্ছে, তা নয়। নিউজটির নিচে ‘সি মোর’-এ ক্লিক করলে সেদিনের আবহাওয়ার পূর্ণাঙ্গ তথ্য পাবেন ব্যবহারকারীরা। যদিও সেটি এখনো একদম সাধারণ পর্যায়ে রয়েছে।