উন্মুক্ত হলো এইচটিসি ১০
এলজি ও স্যামসাংয়ের পর এ বছরের ফ্ল্যাগশিপ নিয়ে হাজির হলো তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি।
গত সপ্তাহে উন্মুক্ত হওয়া তাদের এই ফ্ল্যাগশিপের নাম এইচটিসি ১০। নতুন এই স্মার্টফোন এইচটিসির জন্য নতুন একটি মাইলফলক।
কারণ, এই প্রথমবারের মতো এইচটিসি তাদের বিখ্যাত ‘ওয়ান’ ও ‘এম’ সিরিজের বাইরে নতুন কোনো হ্যান্ডসেট বাজারে এনেছে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়েছে।
এইচটিসির নতুন এই ফ্ল্যাগশিপের দাম নির্ধারণ করা হয়েছে ৬৯৯ মার্কিন ডলার। সেটটিতে রয়েছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর।
৪ জিবি র্যামের সঙ্গে আছে ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি সংস্করণ। মজার ব্যাপার হচ্ছে, এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে ২ টেরাবাইট পর্যন্ত!
তবে ধারণা করা হচ্ছে, উপমহাদেশের জন্য এই স্মার্টফোনের ‘লাইফস্টাইল’ সংস্করণ ছাড়বে এইচটিসি। এই সংস্করণে প্রসেসর থাকবে ১ দশমিক ৮ গিগাহার্টজ ৬৪-বিট অক্টা-কোর স্ন্যাপড্রাগন।
অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ২৫৬০ x ১৪৪০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.২ ইঞ্চির কিউএইচডি সুপার এলসিডি ৫ ডিসপ্লে।
স্ক্রিনের সুরক্ষার জন্য থাকবে গরিলা গ্লাস। নতুন এই হ্যান্ডসেটটি চলবে মার্শম্যালো-ভিত্তিক এইচটিসির নিজস্ব অপারেটিং সিস্টেম সেন্স ইউআইতে। রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেলের আলট্রাপিক্সেল এফ/১.৮ আর ৫ মেগাপিক্সেল এ/এফ সেলফি ক্যামেরা।
এইচটিসির নতুন ফ্ল্যাগশিপটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে মেটাল ইউনিবডি। হ্যান্ডসেটটি ফোরজি কানেক্টিভিটি সাপোর্ট করে।
স্মার্টফোনটির অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। ডলবি অডিওর সঙ্গে এইচটিসির বুমসাউন্ডের হাইফাই সংস্করণটি বর্তমান বাজারের সব স্মার্টফোনের মধ্যে সেরা।
আরো আছে ৩০০০ এমএএইচের ব্যাটারি আর আধুনিক ইউএসবি পোর্ট টাইপ-সি। স্মার্টফোনটির নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অন্য মোবাইলের ডিজাইন নকল করার যে দুর্নামটা এইচটিসির ছিল, সেটিও দূর হয়েছে এবার।