নতুন রূপে ম্যাকবুক
টেক জায়ান্ট অ্যাপলের নতুন ম্যাকবুক বাজারে এসেছে খুব বেশিদিন হয়নি। এরই মধ্যে নতুন রং আর বেশ কিছু আপগ্রেড নিয়ে অ্যাপল এই ম্যাকবুকের অপেক্ষাকৃত উন্নত সংস্করণ বাজারে ছেড়েছে।
গতকাল মঙ্গলবার অ্যাপলের পক্ষ থেকে ম্যাকবুকের এই নতুন সংস্করণের ঘোষণা দেওয়া হয়। এসব আপডেটের মধ্যে আছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত মানের গ্রাফিকস কার্ড ও নতুন প্রসেসর। মার্কিন গণমাধ্যম সিএনএনের অনলাইন সংস্করণে এ কথা জানানো হয়েছে।
এক হাজার ৩০০ মার্কিন ডলার মূল্যের এই ১২ ইঞ্চি নোটবুকে আছে ১ দশমিক ১ গিগাহার্টজের ইন্টেল কোর এম৩ প্রসেসর এবং ২৫৬ জিবি ফ্ল্যাশ স্টোরেজ।
এক হাজার ৬০০ মার্কিন ডলার মূল্যের অপর সংস্করণটির সঙ্গে আছে ১ দশমিক ২ গিগাহার্টজের ইন্টেল কোর এম৫ প্রসেসর এবং ৫১২ জিবি ফ্ল্যাশ স্টোরেজ।
ম্যাকবুকের এই নতুন সংস্করণে চার্জ থাকবে প্রায় ১১ ঘণ্টা, যা কি না আগের ১১ ইঞ্চি ‘ম্যাকবুক এয়ার’-এর থেকে এক ঘণ্টা বেশি।
অ্যাপলের ওয়েবসাইটে এরই মধ্যে ম্যাকবুকের নতুন এই সংস্করণের বিক্রি শুরু হয়েছে। বুধবার নাগাদ অ্যাপলের সব স্টোরেই এই নতুন সংস্করণ পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
গত বছরের শেষের দিকে অ্যাপল অপেক্ষাকৃত পাতলা ও শক্তিশালী টাচপ্যাডসম্পন্ন এই ম্যাকবুক বাজারে এনেছিল। আগের ম্যাকবুক এয়ারের তুলনায় এর ওজন কম। অপেক্ষাকৃত কম দামি এই ম্যাকবুক এরই মধ্যে বাজারে বেশ সাড়া জাগিয়েছে।