স্মার্টফোন আনছে ল্যান্ড রোভার
কোমল পানীয় নির্মাতা পেপসি নিয়ে এসেছিল স্মার্টফোন। এবার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ড রোভারও হাঁটছে সেই পথে।
ব্রিটিশ এই অটোমোবাইল প্রতিষ্ঠানের মালিকানা এখন ভারতের টাটা মোটরসের হাতে। শুধু ল্যান্ড রোভার নয়, জাগুয়ারও এই ব্র্যান্ডের সঙ্গে যোগ হয়েছে। তাই এর নাম এখন জাগুয়ার ল্যান্ড রোভার।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারে নিজেদের যাত্রা শুরু করতে চাইছে ল্যান্ড রোভার। শুধু স্মার্টফোন নয়, অন্যান্য অ্যাকসেসরিজও তৈরি করবে প্রতিষ্ঠানটি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
২০১৭ সালের শুরুর দিকে এসব স্মার্টফোন বাজারে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার।
জাগুয়ার ল্যান্ড রোভারের ডিরেক্টর অব লাইসেন্সিং অ্যান্ড ব্র্যান্ডেড গুডস লিন্ডসে ওয়েভার এক বিবৃতিতে বলেন, ‘ল্যান্ড রোভারের উদ্ভাবনী প্রযুক্তি ও বুলিট গ্রুপের সহায়তায় স্মার্টফোনের বাজারে নতুন কিছু নিয়ে আসার ব্যাপারে আমরা আশাবাদী।’
বিবৃতিতে ওয়েভার আরো উল্লেখ করেন, ‘জাগুয়ার ল্যান্ড রোভার থেকে ইঞ্জিনিয়ারিং ও ডিজাইনের জন্য একটি দল কাজ করছে। ল্যান্ড রোভার ব্র্যান্ডের সঙ্গে মানানসই ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং স্মার্টফোনে নিয়ে আসবে তারা।’
যুক্তরাজ্যভিত্তিক আরেক অটোমোবাইল প্রতিষ্ঠান বুলিট গ্রুপ যোগ দিচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভারের এই স্মার্টফোন তৈরির প্রকল্পে।
বুলিট গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থায়িত্ব ও আভিজাত্যের সংমিশ্রণ হবে এসব স্মার্টফোন। যাঁরা জীবনে নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং সবার থেকে এগিয়ে থাকতে চান, তাঁদের জীবনযাপনের অন্যতম সঙ্গী হবে ল্যান্ড রোভার স্মার্টফোন।
বুলিট গ্রুপের প্রধান নির্বাহী পিটার স্টিফেন্স বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী আমাদের তৈরি স্মার্টফোনগুলো ল্যান্ড রোভারের ব্র্যান্ড ভ্যালুকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে। ল্যান্ড রোভার একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড এবং দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের আস্থা ধরে রেখেছে ব্র্যান্ডটি। স্মার্টফোনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’
স্মার্টফোনের বাজারে ল্যান্ড রোভার নতুন হলেও বুলিট গ্রুপ এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য স্মার্টফোন তৈরি করেছে।