স্বত্ব নিয়ে সমঝোতা : হুয়াওয়েকে অর্থ দেবে অ্যাপল
স্বত্ব সংক্রান্ত লাইসেন্স ঝামেলা মেটাতে অবশেষে সমঝোতায় এসেছে চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ২০১৫ সালের লাইসেন্সিং স্বত্ব অনুযায়ী হুয়াওয়েকে শত মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ দিতে হবে অ্যাপলকে।
চীনের স্টেট ইন্টেলেকচুয়াল প্রোপার্টি কার্যালয় এ তথ্য জানিয়েছে। আজ বুধবার হুয়াওয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
গুয়াংজং ইন্টেলেক্টকচুয়াল প্রোপার্টি কার্যালয়ের দেওয়া তথ্য মতে, গত ২০১৫ সালে হুয়াওয়ে অ্যাপলকে ৭৬৯টি স্বত্ব ব্যবহারের অনুমতি দেয়। পক্ষান্তরে অ্যাপল হুয়াওয়েকে ৯৮টি স্বত্ব ব্যবহারের অনুমোদন দেয়।
জিএসএম, ইউএমটিএস, এলটিই এবং অন্যান্য ওয়্যারলেস বা তারহীন কমিউনিকেশন প্রযুক্তি নিয়ে গত বছর দুটি প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপল ছাড়াও বিশ্বের অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হুয়াওয়ে স্বত্ব সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে। চলতি বছরের জানুয়ারিতে সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান এরিকসন এবির সঙ্গে হুয়াওয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করে যার ফলে দুটি প্রতিষ্ঠান একে অপরের বিভিন্ন স্বত্ব এবং প্রযুক্তি ব্যবহার করতে পারবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত বছর গবেষণা ও উন্নয়নে হুয়াওয়ে বিনিয়োগ করেছে প্রায় ৯.২ বিলিয়ন মার্কিন ডলার যেখানে বিশ্ব বাজারে উল্লেখযোগ্যভাবে লাভজনক প্রতিষ্ঠান অ্যাপল একই খাতে বিনিয়োগ করেছে ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের মোট রাজস্ব থেকে ৩.৫ শতাংশ খরচ করেছে গবেষণা ও উন্নয়নে। অন্যদিকে এ একই বিভাগে হুয়াওয়ে খরচ করেছে ১৫ শতাংশ।
বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে গত বছর চীনে ৫২ হাজার ৫৫০টি এবং সারাবিশ্বে ৩০ হাজার ৬১৩টি স্বত্ব আবেদন জমা দেয়।
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের দেওয়া তথ্য মতে, গত ২০১৫ সালে হুয়াওয়ে স্বত্ব আবেদন জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে। অন্যদিকে ইউরোপিয়ান প্যাটেন্ট অর্গানাইজেশনের তথ্য মতে, ইউরোপে প্যাটেন্ট আবেদন জমাদানকারী প্রতিষ্ঠানগুলোর তালিকায় হুয়াওয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।