জাকারবার্গের অ্যাকাউন্ট হ্যাক!
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা তিনি। সারা বিশ্বে একনামেই তাঁকে চেনে সবাই। এরপরও হ্যাকারদের কাছ থেকে রেহাই পাননি মার্ক জাকারবার্গ। গতকাল রোববার জাকারবার্গের কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং ছবি ও ভিডিও শেয়ারের অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছে একটি গ্রুপ।
বিবিসি জানায়, আওয়ারমাইন নামক হ্যাকিং গ্রুপ জাকারবার্গের ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইন ও পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাকের দাবি করে। টুইটারে হ্যাকার গ্রুপটির অনুসারী (ফলোয়ার) প্রায় ৪০ হাজারের বেশি।
আওয়ারমাইন টুইটার বার্তায় জাকারবার্গের অ্যাকাউন্ট হ্যাকের দাবি জানায়। গ্রুপটি আরো জানায়, কোনো খারাপ উদ্দেশ্যে তারা এ কাজ করেনি। তাদের লক্ষ্য ছিল জাকারবার্গের অ্যাকাউন্টের নিরাপত্তা ক্ষতিয়ে দেখা। জাকারবার্গকে তাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে গ্রুপটি।
টুইটার কর্তৃপক্ষ তাদের সঙ্গে থাকা জাকারবার্গের অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তা মুছে দিচ্ছে। মার্ক জাকারবার্গ সর্বশেষ ২০১২ সালে টুইটার বার্তা পাঠিয়েছেন। এদিকে, ডেভেলপার বেন হল টুইটবার্তায় লিখেছেন, জাকারবার্গের পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
আওয়ারমাইনের পক্ষ থেকে জাকারবার্গের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের কথা বলা হলেও বিষয়টি নিশ্চিত করা যায়নি। কারণ, ইনস্টাগ্রাম ফেসবুকেরই মালিকানাধীন।
কিছু নিরাপত্তা বিশেষজ্ঞের মতে, ২০১২ সালে লিংকডইনের ১১ কোটি ৭০ লাখ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরির পেছনে আওয়ারমাইন গ্রুপের হাত ছিল। পরে ওই বিপুল তথ্য মাত্র পাঁচ বিটকয়েনের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। বিটকয়েন হলো ইন্টারনেটে লেনদেনের এক আন্তর্জাতিক মুদ্রা। ৫৮৩ মার্কিন ডলারে এক বিটকয়েন।