আগস্টে আসতে পারে গ্যালাক্সি নোট ৬
আগস্টের প্রথম সপ্তাহে আসতে পারে গ্যালাক্সি নোট ৬। এক টুইটের মাধ্যমে এ খবর জানিয়েছেন ইভান ব্লাস। প্রযুক্তি জগতের বিভিন্ন খবর আগাম জানানোর সুনাম রয়েছে তাঁর।
তবে স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো গ্যালাক্সি নোট ৬ কবে বাজারে ছাড়া হবে তা জানানো হয়নি। গ্যালাক্সি নোট ৫ ছাড়া হয়েছিল গত বছরের ১৩ আগস্ট।
গ্যালাক্সি নোট ৬-এর সাথে মুক্তি পেতে পারে গ্যালাক্সি এস৭ এজ ফোনটি। দুটি ফোনকেই বড় স্ক্রিনের জন্য ফ্যাবলেট ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। দুটি ফ্যাবলেটের সঙ্গেই সংযুক্ত থাকবে এস পেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালাক্সি নোট ৬-এ থাকতে পারে পাঁচ দশমিক আট ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে, যার স্ক্রিন রেজ্যুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেলস। আরো থাকতে পারে ৬ জিবি র্যাম। এতে ব্যাটারি রয়েছে ৪০০০ এমএএইচের।
গ্যালাক্সি নোট ৬ হবে ধূলাবালি ও পানি প্রতিরোধক। প্রযুক্তি বিষয়ক চীনা ওয়েবসাইট ওইবো জানিয়েছে, এতে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
গ্যালাক্সি নোট ৬- এ থাকতে পারে ২.৬ গিগাহার্জের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮২৩ চিপ। সাথে থাকতে পারে ৬ জিবি র্যাম। আবার অনেকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮২৩ চিপ। ৬৪, ১২৮ ও ২৫৬ জিবির তিনটি ইন্টারনাল স্টোরেজে ছাড়া হতে পারে ফ্যাবলেটটি। আরো শোনা গেছে, ইউএসবি টাইপ-সি কানেক্টর থাকতে পারে এই ফ্যাবলেটে। এর দাম সম্পর্কে স্যামসাং কিছু না জানালেও বাজার বিশ্লেষকরা বলছেন ৫০০ ইউরোর বেশি রাখা হতে পারে এর দাম।