বাবা দিবসের গুগল ডুডল
আজ বিশ্ব বাবা দিবস। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব বাবা দিবস। এই উপলক্ষে আজ গুগল ডুডল করা হয়েছে বাবাদের নিয়ে।
গুগলের হোমপেজে দেখা যাচ্ছে এই বিশেষ ডুডলটি। ছবিতে দেখা যাচ্ছে, বাবা ও সন্তানের দুই জোড়া জুতা।
গত শতকের শুরুর দিকে মা দিবসের মতো করে বাবা দিবস পালন করা শুরু হয়েছিল বিভিন্ন দেশে। ১৯০৮ সালের ৫ জুলাই পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টে প্রথম পালিত হয়েছিল বাবা দিবস। মা দিবসেও মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুগল ডুডল তৈরি করেছিল।
ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটি হোমপেজে ডুডল প্রদর্শন করা হয়। আর ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়।
ডুডলে প্রদর্শনের বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়। তখন গুগল অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা কিছু ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে।