রাহুল দেববর্মনের জন্মদিনে গুগল-ডুডল
বিখ্যাত ভারতীয় সংগীতশিল্পী রাহুল দেববর্মনের ৭৭তম জন্মদিন উপলক্ষে গুগল-ডুডল তৈরি করেছে গুগল।
রাহুল দেববর্মন বেশি পরিচিত আর ডি বর্মন নামে। এ ছাড়া পঞ্চমদা নামেও তিনি পরিচিত। বিখ্যাত সংগীতশিল্পী শচীন দেববর্মনের (এস ডি বর্মন) একমাত্র ছেলে রাহুল দেববর্মন।
তাঁর সুর ও সংগীতায়োজনে বিখ্যাত কিছু গানের মধ্যে রয়েছে ‘চুরা লিয়া হ্যায়’, ‘এক লারকি কো দেখা তো’, ‘ও মাঝি রে’। তিন দশকের ক্যারিয়ারে ৩৩০টির বেশি ছবির সংগীতায়োজন করেছেন আর ডি বর্মন। ‘শোলে’ ও ‘মাসুম’-এর বিখ্যাত ছবির সংগীতায়োজন তাঁর করা।
১৯৮৩, ১৯৮৪ ও ১৯৯৫ সালে সেরা সংগীতপরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।
১৯৩৯ সালের ২৭ জুন কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন রাহুল দেববর্মন। ১৯৬০-এর দশক থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত হিন্দি ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেন তিনি। এ ছাড়া নিয়মিত চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি।
আর ডি বর্মনের বেশির ভাগ গানেই কণ্ঠ দিয়েছেন তাঁর স্ত্রী আশা ভোঁসলে ও কিশোর কুমার। এ ছাড়া লতা মুঙ্গেশকরও আর ডি বর্মনের সুর ও সংগীতায়োজনের বেশ কিছু গান করে জনপ্রিয়তা পেয়েছেন। ১৯৯৪ সালের ৪ জানুয়ারি মুম্বাইয়ে মারা যান আর ডি বর্মন।
ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটি হোমপেজে ডুডল প্রদর্শন করা হয়। আর ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়। ডুডলে প্রদর্শনের বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়। তখন গুগল অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা কিছু ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে।