ফারাজ-অবিন্তা-তারিশির আইডি রিমেম্বারিং করল ফেসবুক
ঢাকার কূটনৈতিক এলাকা গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত তিন শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করা হয়েছে। মৃত ব্যক্তিদের আইডি রিমেম্বারিং করে থাকে ফেসবুক। এর ফলে সেই অ্যাকাউন্টে আর কেউ লগইন করতে পারবেন না।
ফারাজ হোসেন, অবিন্তা কবির ও তারিশি জৈনের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, তাঁদের তিনজনের আইডি রিমেম্বারিং করা হয়েছে। তাঁদের মধ্যে ফারাজ ও অবিন্তা বাংলাদেশি এবং তারিশি ভারতীয়। তাঁরা তিনজনই শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।
ফারাজের পুরো নাম ফারাজ আইয়াজ হোসেন। তিনি ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুর রহমানের নাতি। আটলান্টার কাছে অক্সফোর্ড কলেজের গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছিলেন ফারাজ। ইমোরির গোইজুয়েটা বিজনেস স্কুলেও পড়তেন তিনি।
ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া শেষ করে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন অবিন্তা কবির। তিনি ঢাকায় পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন। অবিন্তা থাকতেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে।
ভারতীয় নাগরিক তারিশি বার্কেলেতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থী ছিলেন। ঢাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। ঢাকায় তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছেন। তাঁর বাবা ঢাকায় তৈরি পোশাকের ব্যবসা করতেন।