নতুন তিনটি ফোন নিয়ে আসছে ব্ল্যাকবেরি
স্মার্টফোন ব্যবসায় লাভের মুখ দেখছে না একসময়ের জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা কানাডীয় প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। লোকসান ঠেকাতে গত বছর ‘ব্ল্যাকবেরি প্রিভ’ নামের একটি অ্যানড্রয়েড ফোন বাজারে এনেছিল তারা। তবে তাতেও কোনো ফল হয়নি। বিশ্বজুড়ে মাত্র ছয় লাখ প্রিভ হ্যান্ডসেট বিক্রি হয়েছে। আর তাই শেষমেশ হ্যান্ডসেট ব্যবসা ছেড়ে দেওয়ার কথাই ভাবছে প্রতিষ্ঠানটি।
এ বছরের শেষ নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে ব্ল্যাকবেরির পক্ষ থেকে। তবে তার আগে আরেকবার চেষ্টা করতে দেখতে চায় তারা। আর সে জন্য নতুন তিনটি ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে তারা। আর এ তিনটি ফোনই চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট।
এর আগে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন, এ বছর দুটি ফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন। প্রিভের ব্যর্থতার বিষয়ে তিনি বলেন, ‘আমরা বেশি দামের ফোন নিয়ে এসে ভুল করেছি। ৬৯৯ মার্কিন ডলারের স্লাইড অ্যানড্রয়েড ফোনটি ক্রেতাদের কাছে অনেক দামি বলেই মনে হয়েছে। ক্রেতারা এর চেয়ে ৪০০ ডলারের ফোনের প্রতিই বেশি আগ্রহী।’
ব্ল্যাকবেরির নতুন তিনটি ফোনের সাংকেতিক নাম রাখা হয়েছে নিওন, আর্গন ও মার্কারি। এর মধ্যে সবার আগে বাজারে ছাড়া হবে নিওন ফোনটি। জুলাই-আগস্টে এটি বাজারে ছাড়া হতে পারে।
নিওন হ্যান্ডসেটটিতে থাকতে পারে ৫ দশমিক ২ ইঞ্চির টাচস্ক্রিন। এতে কোনো ফিজিক্যাল কিবোর্ড থাকবে না। স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসরের সঙ্গে থাকতে পারে ৩ জিবি র্যাম ও ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি থাকবে ২৬১০ এমএএইচ এর। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে। এটি চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে।
অক্টোবরে ছাড়া হতে পারে আর্গন হ্যান্ডসেটটি। এই সেটের স্পেসিফিকেশন নিওনের চেয়ে আরো আধুনিক। এতে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির কিউএইচডি টাচস্ক্রিন ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরের সঙ্গে রয়েছে ৪ জিবি র্যাম ও ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ। ৩০০০ এমএএইচ এর ব্যাটারিতে দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে কুইকচার্জ ৩.০। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে এতে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
মার্কারি হ্যান্ডসেটটি ছাড়া হতে পারে আগামী বছরের শুরুর দিকে। এই সেটটিতে প্রিভের মতো ফিজিক্যাল কিবোর্ড থাকতে পারে। আরো থাকতে পারে ৪ দশমিক ৫ ইঞ্চির এইচডি স্ক্রিন। স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ও ৩ জিবি র্যাম। ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে ৩২ জিবির। ব্যাটারি থাকতে পারে ৩৪০০ এমএএইচের। ১৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।