অলিম্পিকের জন্য গ্যালাক্সি এস৭ এজের বিশেষ সংস্করণ
স্মার্টফোন নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাংয়ের জনপ্রিয় সিরিজ গ্যালাক্সি। অলিম্পিক গেমস উপলক্ষে এ সিরিজের গ্যালাক্সি এস৭ এজের একটি বিশেষ সংস্করণ নিয়ে এসেছে স্যামসাং। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ ও এনগেজেট।
এর আগে একই মডেলের হ্যান্ডসেটের ব্যাটম্যান সংস্করণ নিয়ে এসেছিল স্যামসাং। তবে এ ধরনের সংস্করণ খুবই অল্প সংখ্যায় বের করা হয়।
আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে শুরু হবে এ বছরের অলিম্পিক। এবারের আসর শেষ হবে ২১ আগস্ট।
অলিম্পিকের জন্য তৈরি ফোনগুলোর ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রিয়ার প্যানেলে যোগ করা হয়েছে অলিম্পিকের লোগো। হোম বাটন এবং এয়ারপিসের রং হলুদ করা হয়েছে। পাওয়ার বাটন দেওয়া হয়েছে লাল রঙের। ক্যামেরার লেন্স ঘিরে অলিম্পিকের রিংয়ের আদলে নীল বেজেল দেওয়া হয়েছে।
তবে অলিম্পিকের এই বিশেষ সংস্করণের সঙ্গে গিয়ার ভিআর দেওয়া হয়নি। সঙ্গে দেওয়া হচ্ছে একটি ক্যারিং কেস।
এই বিশেষ সেটটি বিনামূল্যে অলিম্পিকে অংশ নেওয়া ১২ হাজার ৫০০ অ্যাথলেটকে দেওয়া হবে। ফোনটিতে প্রিইনস্টলড অবস্থায় ‘রিও ২০১৬’ অ্যাপটি দেওয়া থাকবে। এই অ্যাপটিতে এবারের অলিম্পিকের সব তথ্য আপডেট দেওয়া হবে।
১৮ জুলাই থেকে ফোনটির বিক্রি শুরু হবে। সব দেশে পাওয়া যাবে না সেটটি। শুধু ব্রাজিল, যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি ও কোরিয়ার বাজারে ছাড়া হবে বিশেষ সংস্করণের এই ফোন। তবে এর দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।