ব্ল্যাকবেরির দ্বিতীয় অ্যানড্রয়েড ফোন ‘ডিটিইকে৫০’
স্মার্টফোন নির্মাতা কানাডীয় প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি এতদিন নিজেদের অপারেটিং সিস্টেমের ওপর ভরসা করলেও সেটা আর কাজে দিচ্ছে না। আর তাই বাজারে টিকে থাকার জন্য অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন নির্মাণের দিকে ঝুঁকেছে তারা। ব্ল্যাকবেরির প্রথম অ্যানড্রয়েড ফোন ছিল ‘অ্যানড্রয়েড প্রিভ’।
নতুন আরেকটি অ্যানড্রয়েড ফোন নিয়ে এসেছে ব্ল্যাকবেরি, যার নাম ‘ডিটিইকে৫০’। নির্মাতাদের ধারণা, প্রিভের তুলনায় অনেক বেশি বিক্রি হবে এই স্মার্টফোনটি যা স্মার্টফোনের বাজারে তাদের শক্ত অবস্থানে পৌঁছে দেবে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী কর্মকর্তা জন চেন স্বীকার করেন, অতিরিক্ত দামের কারণে প্রিভ স্মার্টফোনটি আশানুরূপ বিক্রি হয়নি। তবে ডিটিইকে ৫০ হ্যান্ডসেটের ক্ষেত্রে এ রকমটি ঘটবে না বলেই আশা প্রকাশ করেন তিনি।
ব্ল্যাকবেরির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি ও নেদারল্যান্ডসে অনলাইনে আগাম অর্ডার নেওয়া হচ্ছে ফোনটির। আগামী ৮ আগস্ট থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোনের। স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ২৯৯ মার্কিন ডলার।
ডিটিইকে ৫০ স্মার্টফোনটিতে রয়েছে ৫ দশমিক ২ ইঞ্চি টাচস্ক্রিন। টাচস্ক্রিনের নিচে প্রিভের একটি ফিজিক্যাল কিপ্যাড থাকলেও নতুন ফোনটিতে সেটি আর থাকছে না।
এই বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ মার্চ থেকে মে এই তিন মাসে বিশ্বজুড়ে ব্ল্যাকবেরি পাঁচ লাখ ডিভাইস বিক্রি করেছে। অথচ গত বছর একই সময়ে ব্ল্যাকবেরি ১১ লাখ ফোন বিক্রি করেছিল। এ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে স্মার্টফোনের বাজারে ব্ল্যাকবেরির জনপ্রিয়তা এখন পড়তির দিকে।
বাজার ধরে রাখার জন্য ব্ল্যাকবেরি তাদের পুরোনো ক্লাসিক হ্যান্ডসেটগুলো বাজার থেকে সরিয়ে ফেলেছে। এসব হ্যান্ডসেট ব্ল্যাকবেরির নিজস্ব অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমে চলত।