চীনে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে ওপ্পো
নিজ দেশে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে উঠে এসেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওপ্পো। পুরো বাজারের প্রায় ২৩ শতাংশ শেয়ার রয়েছে তাদের দখলে। অন্যদিকে ১৭.৪ শতাংশ নিয়ে হুয়াওয়ে এবং ১২ শতাংশ শেয়ার নিয়ে ভিভো রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। গত শনিবার এক বাজার গবেষণা থেকে বেরিয়ে এসেছে এই সংবাদ।
ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণের একটি প্রতিবেদন থেকে জানা যায়, চীনের বাজারে বর্তমানে ওপ্পোর পরিসর এতই বিশাল যে স্যামসাং ও অ্যাপলের শেয়ার একত্রে যোগ করলেও তা ছুঁতে পারবে না। কাউন্টার পয়েন্টের গবেষণার রিপোর্ট থেকে জানা যায়, চীনে অ্যাপলের শেয়ার রয়েছে বর্তমানে ৯ শতাংশ, ২০১৪ সালের মতো। অন্যদিকে দক্ষিণ এশিয়া মাতালেও সে তুলনায় চীনে খুব একটা সুবিধা করতে পারছে না শাওমি। বাজারে তাদের শেয়ার রয়েছে ৬.৮ শতাংশ।
ওপ্পোর এই উত্থান অবশ্য বেশ আচমকাই বলা যায়। ২০১৪ সালে, অর্থাৎ মাত্র দুই বছর আগেও চীনের বাজারে বিক্রি হওয়া সেটের মধ্যে ২ শতাংশেরও কম সেট ছিল ওপ্পোর। কিন্তু ২০১৫ সালের জুনেই সেটি হঠাৎ ৬.১ শতাংশে গিয়ে দাঁড়ায়। আর ঠিক এক বছর পর নাটকীয়ভাবে সেই শেয়ার বেড়ে আজ ২২.৯ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে পতন ঘটেছে হুয়াওয়ে আর শাওমির ক্ষেত্রে। বিশেষ করে গত বছরও চীনের বাজারে বিক্রি হওয়া ১৫.১ শতাংশ সেট ছিল শাওমির, যা এবার কমে দাঁড়িয়েছে ৬.৮ শতাংশে!
ওপ্পো আর নাইন এবং ওপ্পো এফ১ প্লাস, সেট দুটি এই বিক্রির ক্ষেত্রে রেখেছে বিশাল অবদান। চীনে গত বছর মোট বিক্রি হওয়া সেটের মধ্যে শুধু এফ১ প্লাসই ছিল ৫ শতাংশ।
এই শীর্ষস্থান ধরে রাখতে উন্মুখ হয়ে আছে ওপ্পো। আগামী মাসের ৩ তারিখেই তারা বাজারে নিয়ে আসছে একটি সেলফিকেন্দ্রিক স্মার্টফোন, এফ১ এস।