হলোফোনে উইন্ডোজ ও অ্যানড্রয়েড একসঙ্গে!
উইন্ডোজ নাকি অ্যানড্রয়েড? কোন অপারেটিং সিস্টেমের স্মার্টফোন কিনবেন, তা নিয়ে যদি খুব দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তবে চোখ বুজে কিনে নিতে পারেন হলোফোন ফ্যাবলেট। কারণ, এই এক ফ্যাবলেটেই আছে উইন্ডোজ ও অ্যানড্রয়েড দুই অপারেটিং সিস্টেমই! ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকুম্যান ‘হলোফোন’ ফ্যাবলেটের নির্মাতা। সাত ইঞ্চির বিশাল পর্দার এই ডিভাইসে ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
তবে স্টোরেজের দিকে কোনো কার্পণ্য করেনি অ্যাকুম্যান। ১২৮ জিবির বিশালাকার ইন্টারনাল স্টোরেজ থাকছে হলোফোনে। ৪ জিবি র্যামের সঙ্গে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেলের চেরি ট্রেইল ৮৩০০ চিপ। ২৯১০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি শক্তি সরবরাহ করবে হলোফোনে।
তবে সবকিছু ছাপিয়ে হলোফোনের দুটি ফিচার সবার নজর কেড়েছে। তার একটি ডুয়েল অপারেটিং সিস্টেম। গুগলের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ললিপপের সঙ্গে থাকবে মাইক্রোসফটের উইন্ডোজ ১০। তবে এখানে স্মার্টফোনের জন্য নির্মিত উইন্ডোজ ১০ ব্যবহার না করে বরং উইন্ডোজ ১০-এর পিসি সংস্করণ ব্যবহার করা হয়েছে। সেদিক থেকে বহুমুখী কাজে লাগানো যাবে হলোফোনকে।
হলোফোনের আরেকটি ফিচার হলো প্রজেক্টর। বিল্ট-ইন ৪৫-লুমেন প্রজেক্টর যুক্ত করা আছে এই ফ্যাবলেটে, যার মাধ্যমে ১০০ ইঞ্চি পর্দার সমমান পর্যন্ত প্রজেক্ট করা সম্ভব হবে।
অ্যাকুম্যান তাদের ফ্যাবলেট সম্পর্কে তথ্য উন্মোচন করার পরপরই দারুণ সাড়া জাগায়। অনলাইনে সীমিতসংখ্যক ফ্যাবলেটের প্রি-অর্ডারের সুযোগ চালু করে তারা। এবং খুব অল্প সময়েই সেই সংখ্যা পূর্ণ হয়ে যায়। ১ সেপ্টেম্বর বাজারে আসতে যাওয়া হলোফোনের দাম রাখা হয়েছে ৭৫০ মার্কিন ডলার।