নতুন স্মার্টফোন
হুয়াওয়ে জি৯ প্লাস
স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে নিয়ে এসেছে নতুন একটি স্মার্টফোন। ‘জি৯ প্লাস’ নামের স্মার্টফোনটি ছাড়া হয়েছে চীনের বাজারে। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দুটি আলাদা সংস্করণে ছাড়া হয়েছে স্মার্টফোনটি।
চীনের বাজারে ৩ জিবি র্যাম সংস্করণের স্মার্টফোনটির দাম রাখা হয়েছে দুই হাজার ৩৯৯ চীনা ইয়েন, বাংলাদেশি টাকায় যা ২৯ হাজার টাকার মতো। আর ৪ জিবি র্যাম সংস্করণের দাম রাখা হয়েছে দুই হাজার ৫৯৯ চীনা ইয়েন, বাংলাদেশি টাকায় যা ৩২ হাজার টাকার মতো। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও ফোন বিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনা।
ডুয়েল সিমের এই ফোনটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল-এইচডি (১০৮০x১৯২০পিক্সেলস) আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ৪০১ পিপিআই। এতে আছে ২ গিগাহার্জের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬২৫ এসওসি।
ফোনটিতে রিয়ার ক্যামেরা রয়েছে ১৬ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরার সঙ্গে রয়েছে পিডিএএফ, ওআইএস, ডুয়েল-টোন এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেলের। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে ফোনটিতে।
কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে রয়েছে ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ভি৪.১, ফোরজি, ইউএসবি টাইপ-সি। এ ছাড়া আছে প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ম্যাগনেটোমিটার ও অ্যাকসেলেরোমিটার। স্মার্টফোনটির ব্যাটারি ৩৩৪০ এমএএইচ।
খুব দ্রুতই বিশ্ববাজারে শক্ত অবস্থান করে নিয়েছে হুয়াওয়ে। চীনের বাজারে বিক্রির ক্ষেত্রে ওপ্পো, ভিভো ও শাওমির তুলনায় এগিয়ে রয়েছে হুয়াওয়ে।