সলিটার খেলা যাবে গুগল সার্চ ইঞ্জিনে
গুগল তাদের সার্চ ইঞ্জিনে নতুন দুটি ‘ইস্টার এগ’ যোগ করল। সলিটার এবং ‘টিক-ট্যাক-টো’ গেম এখন খেলা যাবে গুগলের ওয়েবসাইটে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এই দুটি মিনিগেম খেলতে হলে প্রথমে যে কোনো ওয়েব ব্রাউজার কিংবা গুগল অ্যাপ থেকে যেতে হবে গুগলের সার্চ ইঞ্জিনের হোমপেজে। এবার সার্চ বারে ‘সলিটার’ কিংবা ‘টিক-ট্যাক-টো’ লিখে সার্চ দিলেই সার্চ রেজাল্টে সবার প্রথমে গেমটির নির্দিষ্ট একটি স্ক্রিন দেখা যাবে। ‘ক্লিক টু প্লে’ অপশনে ক্লিক করলেই চালু হয়ে যাবে গেম।
গুগল তাদের সলিটার গেমটিকে সাজিয়েছে ক্ল্যাসিক সলিটার গেমের আদলে। সময় কাটানোর জন্য সলিটারের কোনো তুলনা হয় না। অন্যদিকে গুগল তাদের এই কার্ড গেমের প্রতিটি কার্ডের পেছনেও নিজেদের লোগো বসিয়েছে, যেন ভুলে যেতে না হয় সে কোথায় গেম খেলতে বসেছে!
সলিটার গেমে অবশ্য সহজ এবং কঠিন দুই রকমের মোড রাখা হয়েছে। সহজ সংস্করণে এক ক্লিকে একটি কার্ড ড্র হলেও কঠিন ধাপে সে সংখ্যা তিন। তা ছাড়া পয়েন্ট গণনা এবং সময় দেখা যাবে গেমের স্ক্রিনে।
অন্যদিকে ‘টিক-ট্যাক-টো’ খেলায় থাকছে একজন কিংবা দুজন মিলে গেম খেলার সুযোগ। অন্যদিকে সহজ থেকে কঠিনতম মোডে খেলা যাবে এই গেমটি।
‘সলিটার’ কিংবা ‘টিক-ট্যাক-টো’ খেলার জন্য অনলাইনে ওয়েবসাইটের কোনো অভাব নেই। তবে শুধুমাত্র এক ক্লিকেই সময় কাটানোর বেশ উপযোগী দুটি গেম পেয়ে যাওয়াটা অনেকের কাছে বেশ আয়েশি ব্যাপার।