স্যামসাং গ্যালাক্সির আবার ফ্লিপ ফোন!
কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে নতুন স্মার্টফোনের ব্যাপারে। এই ফোনের নাম ‘গ্যালাক্সি ফোল্ডার ২’। নাম শুনেই বোঝা যাচ্ছে, নতুন এই স্মার্টফোনটি একটি ফ্লিপফোন। এটি চলবে অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এটি এখন পর্যন্ত শুধু স্যামসাংয়ের চাইনিজ ওয়েবসাইটেই এসেছে। এনডিটিভির খবরে জানা গেল, নতুন ফোনটির বিক্রিবাট্টা প্রথমে শুরু হবে চীন থেকেই।
স্যামসাং যে এবারই প্রথম ফ্লিপ স্মার্টফোন নিয়ে এসেছে ব্যাপারটি তা নয়। গত বছরেই তারা প্রথম গ্যালাক্সি ফোল্ডার নিয়ে এসেছিল, যেটি ফোল্ডার ২-এর পূর্বসূরী। ফোল্ডার ২ এখন পর্যন্ত ওয়েবসাইটে শুধু প্রকাশই করা হয়েছে। দাম কিংবা কবে বাজারে আসবে, এসব প্রশ্নের উত্তর এখনো রয়ে গেছে অজানা।
নতুন গ্যালাক্সি ফোল্ডার ২ দেখতে এমনিতে অনেকটা ফোল্ডারের মতোই। তবে পরিবর্তন এসেছে কিপ্যাড ও ফোনের বডির রঙে। মেটাল বডির নতুন স্মার্টফোনটিতে আছে একটি ফিজিক্যাল কিপ্যাড এবং একটি ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সাথে এলইডি ফ্ল্যাশ।
অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ৩ দশমিক ৮ ইঞ্চির একটি ছোট ডব্লিউভিজিএ ডিসপ্লে, যার রেজোল্যুশন ৪৮০x৮০০ পিক্সেল। আছে ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসরের সাথে ২ জিবি র্যাম। নতুন স্মার্টফোনটিতে থাকছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যেটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির অন্যতম শক্তিশালী দিক হচ্ছে এর ক্যামেরা। ৮ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে এফ/১ দশমিক ৯ অ্যাপারচার। একই অ্যাপারচারসহ আছে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ১৯৫০ এমএএইচ ব্যাটারিটি ৩১৮ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম।
ফোনটির আয়তন ১২২x৬০x১৫.৪ মিলিমিটার এবং ওজন ১৬০ গ্রাম। কানেক্টিভিটির মধ্যে রয়েছে ফোরজি এলটিই, জিপিএস, ওয়াইফাই ও ব্লুটুথ ভি৪.২।