হুয়াওয়ে আনছে নোভা ও নোভা প্লাস
মোবাইল ফোনসেট নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে এ বছর বেশ কিছু স্মার্টফোন এনেছে। এর মাঝে বিশাল পর্দার ‘মেট ৮’ এবং ফ্ল্যাগশিপ ‘পি৯’ অন্যতম। তবে এবার আইএফএ প্রদর্শনীতে তারা স্বল্পমূল্যের মাঝারি স্পেসিফিকেশনের দুটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
‘নোভা’ এবং ‘নোভা প্লাস’ নামের হুয়াওয়ের এই দুটি স্মার্টফোনে থাকছে বেশ কিছু ফিচার। নোভা স্মার্টফোনে থাকছে পাঁচ ইঞ্চি ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের পর্দা। অক্টা কোর ২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬২৫ চিপ, ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।
নোভা ফোনটিতে থাকছে ১২ মেগাপিক্সলের এফ/২.২ অ্যাপারচারের রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে এফ/২.০ অ্যাপারচার। সবকিছুর সাথে বেশ ভালো ক্ষমতার একটি ব্যাটারি থাকছে স্মার্টফোনটিতে। ৩০২০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি এক নাগাড়ে দুইদিন স্মার্টফোনটিকে সচল রাখবে।
অন্যদিকে ইউএসবি টাইপ-সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল সিম সুবিধা রয়েছে হুয়াওয়ে নোভা ফোনটিতে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে গুগলের অ্যানড্রয়েড মার্শম্যালোভিত্তিক ইমোশন ইউআই ৪.১।
অপর স্মার্টফোন নোভা প্লাসে প্রায় একই ধরনের কনফিগারেশন রয়েছে। তবে পর্দার দিক থেকে সেটি পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি। মূল ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের যাতে থাকছে অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা। নোভা প্লাসের ব্যাটারি সক্ষমতাও কিছুটা বেশি। ৩৩৪০ এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে।
রুপালি, সোনালি ও ধূসর- এই তিন রঙে পাওয়া যাবে নোভা এবং নোভা প্লাস স্মার্টফোন দুটি। আগামী অক্টোবর মাস থেকে বাজারে পাওয়া যাবে ফোন দুটি। নোভা এবং নোভা প্লাসের দাম রাখা হয়েছে যথাক্রমে ৩৯৯ ও ৪২৯ ইউরো।