নতুন স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি অন ৮
স্যামসাংয়ের নতুন স্মার্টফোনের ব্যাপারে ব্যবহারকারীদের আগ্রহ বরাবরই একটু বেশি। এবার ভারতের বাজারে ছাড়া হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি অন৮’। ভারতের বাজারে ফোনটির দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯০০ রুপি। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
স্যামসাং গ্যালাক্সি অন৮ স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির ফুল-এইচডি (১০৮০ x ১৯২০ পিক্সেলস) রেজ্যুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনটির কনট্রাস্ট রেশিও ১০০০০০ : ১। স্মার্টফোনটিতে রয়েছে মেটাল বডি, তাই দেখতেও ফোনটি বেশ সুন্দর।
ফোনটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক শূন্য মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ১ দশমিক ৬ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসরের সঙ্গে ৩ জিবি র্যাম। ইন্টারনাল স্টোরেজ রয়েছে ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়তি ১২৮ জিবি পর্যন্ত মেমোরি যোগ করা যাবে।
ডুয়েল সিমের ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে এফ/১ দশমিক ৯ অ্যাপার্চার ও এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য আলাদাভাবে রয়েছে পাম জেস্টার সেলফি, ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ও বিউটিফাইং এফেক্টস।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি। স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে ৩৩০০ এমএএইচের। আরো আছে আলট্রা ডাটা সেভিং (ইউডিএস) ফিচার।
স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকসের মোবাইল বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মানু শর্মা বলেন, ‘স্মার্টফোনটি দেখতে যেমন সুন্দর, তেমনি বেশ কাজেরও। রয়েছে শক্তিশালী প্রসেসর ও উজ্জ্বল ডিসপ্লে। ব্যবহারকারীদের জন্য অনন্য অভিজ্ঞতা হবে গ্যালাক্সি অন৮’।
সোনালি, সাদা ও কালো—এ তিন রঙে ছাড়া হয়েছে ফোনটি।